92
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 28-08-2022   00:56 AM •      Captured By: গোপাল বিশ্বাস   92

নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রীর বিরুদ্ধে অভিযান নবদ্বীপ পৌরসভার।

গোপাল বিশ্বাস -ঃ-নদীয়া-ঃ -সরকারি ভাবে রাজ্য সরকার ঘোষণার পর ও নবদ্বীপ পৌরসভার তরফে শহর জুড়ে মাইকিং করে একাধিক বার ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী বিক্রি ও ব্যাবহারের ওপর সম্পুর্ন নিষেধাজ্ঞা জারি করেছে দীর্ঘ সময় আগে। এমনকি ক্রেতা বিক্রেতা উভয়ের জরিমানা করার কথাও বলা হয়। তার পরও সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা এখনো নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী ব্যাবহার বন্ধ করেনি সম্পুর্ন ভাবে, এমনই খবর আসছিল নবদ্বীপ পৌরসভার কাছে।

এদিন এই বিষয়ে পদক্ষেপ নেয় নবদ্বীপ পৌরসভার তরফে। আজ সকালে নবদ্বীপ শহরের বড় বাজার এলাকায় দোকানে দোকানে চলে তল্লাশি। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার তরফে এই অভিযান করা হয়। কর্তৃপক্ষ জানায় এদিন আমরা একপ্রকার সচেতন করতে এই অভিযান করছি, আজ শুধু আমরা বাজেয়াপ্ত করছি নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী।

আগামী দিনে ব্যাবসায়ীরা এর ব্যাবহার বন্ধ না করলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায়