239
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 10-09-2022   5:14 PM •      Captured By: আশীষ কুমার দুবে   239

পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুর : আশীষ কুমার দুবে:- পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মাস পর আবার পূর্ব মেদিনীপুর সফরে, ইয়াস পরবর্তী সময়ে ২৮ মে ২০২১ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে সফর করেছিলেন। ইয়াশ ঘূর্ণিঝড়ের তীব্র জলোচ্ছ্বাসে ধংসে স্তুপে পরিণত হওয়া দিঘা পরিদর্শন করেছিলেন তিনি।

সেই সময় দিঘাতে নতুন রূপে সাজানোর একাধিক নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এছাড়াও দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ কার্যের পর্যালোচনা করেছিলেন প্রশাসনিক বৈঠকে। দ্রুত ওই মেরিন ড্রাইভ নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। তারপর মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসেননি ।

রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এই প্রথম ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি চূড়ান্ত করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফর ঘিরে প্রশাসনিক তদারকি শুরু হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রতিটি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য উন্নয়নমূলক কাজের রিপোর্ট তৈরি করতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট পেশ করবেন জেলা প্রশাসনিক আধিকারিকগণ জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে প্রাসোনিক বৈঠকে যোগ দিতে এলেও সৌকত সুন্দরী দীঘা তে আসার কোনো সম্ভাবনা এখনো নির্দিষ্ট হয়নি, তবে দীঘা বাসীর ইচ্ছে দিদি যদি আসেন তাহলে আরও উন্নতির জোয়ার আসবে দীঘাতে কারণ ইয়াস ঝড়ের পর ধংস হয়ে যাওয়া রাস্তা ঘাট অনেকাংশে পুনরায় রূপায়িত হলেও সৌকত নগরীর বহু রাস্তা এখনো হয়নি মেরামত তাই দীঘা বাসীর আক্ষেপ মুখ্যমন্ত্রী এলে হয়তো সেগুলোর কাজ দ্রুত রূপায়িত হবে জানা যায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দীঘা মেরিন ড্রাইভ এর উদ্বোধন করবেন প্রশাসনিক বৈঠক থেকে, যদিও দীঘা থেকে শৌলা পর্যন্ত যদিও যার রোড ম্যাপ হলো দীঘা থেকে মন্দারমনি মেরিন ড্রাইভ, যার কিছুটা অংশ রূপায়িত হবে বাকি থাকলেও আগামী দিনে মেরিন ড্রাইভ জুড়বে দীঘা থেকে মন্দারমণি