201
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 12-09-2022   8:35 PM •      Captured By: আশীষ কুমার দুবে   201

ভরা কোটালে উত্তাল দীঘার সমুদ্র।

আশীষ কুমার দুবে:-দীঘা :-গত কয়েক দিন ধরে দীঘা থানার পক্ষে আগাম সতর্ক করা হচ্ছে টুরিস্ট দের যাতে সমুদ্রে স্নান করতে কেও না নামেন, এবং আবহাওয়া দপ্তর অনুযায়ী গত কয়েক দিন ধরে দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে নিম্ন চাপ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এটা আগাম জানানো হয়েছিল । তারই ফল দীঘা পুলিশ প্রশাসনের মাইকিং প্রচার থেকে শুরু করে নুলিয়া দের মাধ্যমে সমুদ্রে তৈরী হয়েছে আঁটোসাঁটো নিরাপত্যা । যদিও দীঘার সমুদ্র ক্রমশো ঘন কালো হয়ে আসছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে বৃষ্টিপাত সহ ৫০-৬০ কিলো মিটার জোরে হাওয়া বইবে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে ।

ভরা কোটালের জেরে এমনিতে সমুদ্র ফুঁসছে তার উপর গত দুদিন ধরে লাগাতার বৃষ্টিপাত সমুদ্রের চেহেরা যেমন ঘন কালো হয়েছে ঠিক তেমনি জলের ঢেউ বেড়েছে অনেকাংশে । যদিও রবিবার এর মতো আজ টুরিস্ট দের ভিড় চোখে পড়লো সমুদ্র তটে । দীঘা থানার বড়বাবু বুদ্ধদেব মাল বলেন দীঘা থানার পক্ষ্যে মাইকিং করা হচ্ছে লাগাতার সমুদ্র ধারে এবং তিনি টুরিস্ট দের বার্তা দেন কেও যেন সমুদ্রে না নামেন । যদিও ভাটার সময় সমুদ্রের জল কিছুটা শান্ত থাকলেও কয়েক দিন সকল স্থরের মানুষকে সতর্ক থাকার কথা বলেন ।