134
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 03-10-2022   3:09 PM •      Captured By: আশীষ কুমার দুবে   134

পুরুলিয়ার লিপানিয়া গ্রামের দুর্গ উৎসবে বস্ত্র বিতরণ করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু।

আশীষ কুমার দুবে:- পুরুলিয়া :- পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত লিপানিয়া গ্রামের সার্বজনীন ও নামপাড়া দুর্গ উৎসব উপলক্ষে এলাকার প্রায় 200 এর বেশি মহিলা দের বস্ত্র বিতরণ করা হলো । এদিন অনুষ্ঠানের পুরো ভাগে ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু । লিপানিয়া গ্রামে দুটি দুর্গ পুজো অনুষ্ঠিত হয়, আর এদিন দুটি পুজোতে আনুষ্ঠানিক ভাবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু ।

লিপানিয়া গ্রামের হিন্দু, মুসলিম সকল সম্প্রদায়ের মহিলাদের হাতে বস্ত্র তুলে দেয়া হয়, যার পুরোভাগে পরিচালনা করেন কমিটির তথা পাড়া পঞ্চায়েত সমিতির প্ৰাক্তন সহ সভাপতি দীপক কুম্ভকার । উপস্থিত ছিলেন পাড়া বিধান সভার প্ৰাক্তন বিধায়ক উমাপদ বাউরী । মন্ত্রী সন্ধ্যারানি টুডু লিপানিয়া গ্রাম বাসীদের শারদীয়ার শুভেচ্ছা জানান এবং আগামী দিনে পশ্চিম বঙ্গ সরকারের পুজো কমিটি গুলির পাশে থাকার কথা বলেন । প্রাত্তান্ত গ্রামে মন্ত্রীর আগমনে গ্রামের মানুষ খুশি ।

দুর্গ পুজো কমিটির অন্যতম হোতা দীপক কুম্ভকার মন্ত্রী কে ধন্যাবাদ জানান লিপানিয়া গ্রামে আসার জন্য এদিন মা দুর্গার পায়ে শাড়ী রেখে বস্ত্র অনুষ্ঠান সূচনা করেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু উপাস্থিত ছিলেন এলাকার শিক্ষক আকাশ মাহাতো, বিশিষ্ঠ সমাজ সেবী বিশ্বজিৎ দুবে ও গ্রামের অধিবাসীরা