190
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 30-10-2022   8:07 PM •      Captured By: আশীষ কুমার দুবে   190

আর পি এফ পুলিশ ও স্টেশন মাস্টার এর সৌজন্যে রেল স্টেশন এর উপর সাইকেল বাইক স্ট্যান্ড।

পুরুলিয়া :-আশীষ কুমার দুবে:-পুরুলিয়া জেলার রেল শহর হলো আনাড়া যা বর্তমানে আদ্রা দক্ষিন পূর্ব ডিভিশন এর অন্তর্গত হলো আনাড়া রেল স্টেশন । এক সময় এই আনাড়া রেল শহরে ভারত বর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ কাজ করতেন এই রেল শহরে , আবার এখনো আদ্রা ডিভিশন এর ট্রেন ড্রাইভার, গার্ড এর সব চেয়ে বড় ঘাঁটি হলো আনাড়া রেল স্টেশন । কিন্তু এই রেল স্টেশনের সৌন্দর্য ও সুরক্ষা কে দিনের পর দিন ধূলিস্যাৎ হচ্ছে আনাড়া রেল পুলিশ ও স্টেশন ম্যানেজার এর জন্য, যেখানে রেল স্টেশন উপর প্রতিদিন ২০০-৩০০ সাইকেল ও ২০০-৩০০ বাইক দাঁড়িয়ে থাকে, জানা যায় আনাড়া তে একটি রেলের সাইকেল স্ট্যান্ড থাকা সত্বেও আনাড়া প্লাটফর্ম এর উপর ও স্টেশন এর মুখে রেল লাইন এর ধারে যে ভাবে বাইক ও সাইকেল রাখা হয় তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, জানা যায় বহুবার সাধারণ মানুষ রেল পুলিশ ও আনাড়া স্টেশন এর কর্তৃপক্ষ কে অভিযোগ জানালেও তাতে কোনো সুরাহা হয়নি ।

আবার লক্ষ লক্ষ টাকা দিয়ে নেয়া সাইকেল স্ট্যান্ড এর মালিক বার বার আদ্রা কমার্শিয়াল দপ্তরে বে আইনি ভাবে স্টেশন চত্তরে সাইকেল রাখার ব্যাপারে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি, তবে কিছু দিন আগে আবার আদ্রা রেল কর্তৃপক্ষকে জানানোর পর আদ্রা ডিভিশন থেকে আনাড়া আই ডব্লুউ দপ্তর কে নির্দেশ দিলেও এখনো অব্দি কোনো সুরাহা হয়নি । যদিও অবিলম্বে সাইকেল বাইক যদি রেল স্টেশন চত্তর থেকে না সরানো হয় তাহলে আগামী দিনে আদ্রা রেল ওয়ে ডিভিশন ম্যানেজার কে ডেপুটেশন দেয়া বলে জানা যায় এলাকার নাগরিক মঞ্চ ও ট্রেন যাত্রী দের কাছ থেকে । যদিও আনাড়া রেল শহর এখন দখল দার দের নতুন ঠিকানা, টাকার বিনিময়ে প্রতিদিন রেলের জায়গার উপর দোকান ও ঘর তৈরী হচ্ছে,রেলের কাছে যা অনুমতি আছে তার কয়েক গুন্ বেশি জায়গা দখল করে নিচ্ছেন অনেকে, যে রেল কর্মচারীরা নিজেদের কোয়ার্টারে সুযোগ সুবিধা পায়না, সেখানে রেলের জমির উপর ঘর করে এয়ার কন্ডিশন লাগানো হয়েছে , আর তাতে হোস নেই রেল কর্তৃপক্ষয়ের । সাধারণ মানুষের কথাই সবই টাকা।