125
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 22-11-2022   4:10 PM •      Captured By: আশীষ কুমার দুবে   125

বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন।

আশীষ কুমার দুবে:-কাঁথি :- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে উদযাপিত হলো বিশ্ব মৎসজিবি দিবস ! এদিন কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেলর আহবানে কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ডে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হয়, উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক ,পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা পরিষদ কো-মেন্টর হাবিবুর রহমান , কাঁথি সাংগঠনিক আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি বিকাশ চন্দ্র বেজ , তমলুক সাংগঠনিক আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি শিবনাথ সরকার , পূর্ব মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুরিমা মন্ডল , রবিন বর, শেখ আজিজুল, অনন্ত বর, অজয় সাউ, রাজকুমার পন্ডা.এদিন মৎসজীবি দিবসে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড ই অনুষ্ঠিত উদযাপন সভায় ভিড় ছিল চোখে দেখার মতো, এদিন কাঁথি মহকুমার অন্তর্গত সকল মত্স্যজীবীদের দেখা যায় সভাতে। বিশ্ব মৎসজীবি দিবসে সকল মৎস সম্প্রদায় মৎসজীবি দের পাশে থাকার বার্তা দেন কাঁথি মহকুমা মৎস উন্নয়ন সমবায় সমিতির সভাপতি অমিন সোহেল । পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন পশ্চিম বঙ্গের তথা পূর্ব ভারতের অন্যতম মৎস এলাকা হলো পূর্ব মেদিনীপুর, এবং আগামী দিনে মৎসজীবি দের উন্নয়ন ও নতুন দিশা, নতুন প্রযুক্তি এবং সব সময় পাশে থাকার কথা বলেন, তিনি আরও বলেন মৎসজীবিরা হলো পূর্ব পূর্ব মেদিনীপুরের অহংকার ।