110
thumb Captured By: দিব্যেন্দু গোস্বামী
              • 01-12-2022   7:56 PM •      Captured By: দিব্যেন্দু গোস্বামী   110

শস্য-বীমা চাষীদের রক্ষাকবচ বললেন বীরভূমের জেলা শাসক।

দিব্যেন্দু গোস্বামী:-বীরভূম:-চাষীদের রক্ষা করার জন্য অর্থাৎ রক্ষাকবচ হিসাবে চাষীদের পাশে দাঁড়াতে পারে রাজ্যের একটি প্রকল্প। সেই প্রকল্পের নাম হল বাংলা শস্য-বীমা। খরিফ মরসুমে ধান ও ভুট্টা ফসলের ক্ষেত্রে এই বীমা করানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার ফলে রবি শস্যের জন্য বীমা করাতে পারবেন। সম্প্রতি রাজ্য কৃষি দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, চলতি মরসুমে শীতকালীন চাষের জন্য বীমা করানো যাবে। এই বীমা প্রকল্পের ক্ষেত্রে ফসলের প্রিমিয়ামের পুরো টাকা দেবে রাজ্য সরকার। এই বীমা করানো থাকলে ফসল নষ্ট হয়ে গেলেও তার ক্ষতিপূরণ হিসাবে টাকা দেবে রাজ্য সরকার।

চাষীরা যাতে রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা আরো বেশি করে করানোর জন্য আগ্রহ দেখান তাই বুধবার বীরভূম জেলাশাসক বিধান রায়ের হাত ধরে একটি ট্যাবলোর উদ্বোধন করা হলো এই টবলোটি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরবে এবং এই বিমা সম্পর্কে চাষী ভাইদের জ্ঞাত করবে