100
thumb Captured By: দিব্যেন্দু গোস্বামী
              • 04-12-2022   00:06 AM •      Captured By: দিব্যেন্দু গোস্বামী   100

আবারো প্রতারকদের প্রতারণার ফাঁদ দেখা গেল এবার বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রুইপুর গ্ৰামে এক ব্যক্তির সঙ্গে*

দিব্যেন্দু গোস্বামী:- বীরভূম:-কীর্ণাহারে রুইপুর গ্রামে হিমাদ্রী ঘোষ নামে এক চাষী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন। ক্রেডিট কার্ডে যেহেতু পিন নম্বর পাননি ওই ব্যক্তি সেই সুযোগকে কাজে লাগিয়ে গত পয়লা ডিসেম্বর তার কাছে ফোন আসে এবং ওই ব্যক্তি প্রতারিত হয়। হিমাদ্রি বাবুর অভিযোগ ফোনে তাকে বলা হয় যে একটি otp কোড যাচ্ছে সেটি না বললে আপনার ব্যাংকে ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে এবং ৫০০০ টাকা কেটে নেওয়া হবে।

এরপর তিনি ওটিপি কোড বলে দিতেই ব্যাংক থেকে প্রায় কুড়ি হাজার টাকা অনলাইনের মাধ্যমে তুলে নেয় প্রতারকরা। ঘটনায় সিউড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাবেন ওই ব্যক্তি।।