76
thumb Captured By: দিব্যেন্দু গোস্বামী
              • 07-12-2022   8:10 PM •      Captured By: দিব্যেন্দু গোস্বামী   76

দীর্ঘ পাঁচ বছর পর প্রাথমিককে নিয়োগের জন্য টেট পরীক্ষা হতে চলেছে আগামী ১১ ডিসেম্বর।

দিব্যেন্দু গোস্বামী:-বীরভূম:-দীর্ঘ পাঁচ বছর পর প্রাথমিককে নিয়োগের জন্য টেট পরীক্ষা হতে চলেছে আগামী ১১ ডিসেম্বর। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। এর পাশাপাশি তৎপরতা শুরু হলো বীরভূমে।

সোমবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সিউড়ির ডিআরডিসি হলে একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে টেট পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের যে সকল নির্দেশিকা রয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে জানানো হয় বীরভূম জেলা প্রশাসন কিভাবে এই টেট পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেবে এবং তাদের কিভাবে নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা রাখার জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা থাকছে এবং কোন পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবেন না। এছাড়াও আরো বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য।

যেখানে প্রাথমিক অথবা উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বার বার দুর্নীতির অভিযোগ উঠছে সেই জায়গায় এই বছর পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্যই এমন একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে