105
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 09-12-2022   3:11 PM •      Captured By: আশীষ কুমার দুবে   105

শ্রমিক দের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো আনাড়া শিল্পার ফ্যাক্টরিতে।

আশীষ কুমার দুবে:-পুরুলিয়া :-পশ্চিম বঙ্গে প্রায় এক দশকের বেশি রাজ্যে শাসন ভার কায়েম তৃণমূল কংগ্রেস পার্টির তবুও তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি নেই কোনো শ্রমিক সংগঠন পুরুলিয়া জেলার আনাড়া রেল শহরের শিল্পার ফ্যাক্টরিতে । এদিন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমাপদ বাউরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ আনাড়া শিল্পার ফ্যাক্টরি গেটের সামনে ।এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার আই এন টি টি ইউ সি এর সভাপতি উজ্জ্বল কুমার, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি উমাপদ বাউরী, পাড়া ব্লক আই এন টি টি ইউ সি এর সফর আলী, জেলার নেতা দীপক কুম্ভকার, প্ৰাক্তন ব্লক সভাপতি পুলক ব্যানার্জী ও অন্যান্য নেতৃত্ব ।

এদিনের সকলের বক্তব্যে একটাই কথা উঠে আসে শ্রমিক দের ন্যায্য বেতন ও সাথে পে স্লিপ দিতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রত্যেক টি শ্রমিক কে পেমেন্ট দিতে হবে । যদিও শ্রমিক দের অভিযোগ শিল্পার ফ্যাক্টরি তে চলছে কন্ডাক্টরি কালো রাজ্, সঠিক মাইনা দেয়া হয়না, কন্ডাক্টর রা নিজে দের ইচ্ছে মতো পেমেন্ট ঠিক করেন, জানা যায় তৃণমূল কংগ্রেসের এক বড় নেতা হলেন শিল্পার ফ্যাক্টরির কন্ডাক্টর আর তারই অধীন সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে শিল্পার ফ্যাক্টরি তে । প্রশ্ন উঠছে যেখানে রাজ্য সরকার থেকে কেদ্রীয় সরকার শ্রমিক দের জন্য একটা নির্দিষ্ট দৈনিক শ্রমের মজুরি ঠিক করেছেন তবুও কেন বা কাদের আঙ্গুলি হেননে শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন ।আদ্রা দক্ষিন পূর্ব রেল ডিভিশন এর জমিতে প্রায় ২৫ বছর আগে গড়ে উঠা আনাড়া রেল স্টেশন সংলগ্ন অবস্থিত শিল্পার ফ্যাক্টরি তে স্কিল আনস্কিল নিয়ে প্রায় প্রতিদিন ৮০০-৯০০ শ্রমিক কাজ করেন এই ফ্যাক্টরি তে ।

কিন্তু প্রশ্ন এলাকার তৃণমূল কর্মীদের কেন এতদিন শুধু একটাই শ্রমিক ইউনিয়ন এস ইউ সি আই পার্টি ফ্যাক্টরি পরিচালিত করতো, কেন এতোদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন শিল্পার ফ্যাক্টরি তে ঢুকতে পারেনি, কেন সক্রিয় ছিল না, কেন একটা অস্তিত্যহীন পার্টির সংগঠন দীর্ঘদিন ধরে পরিচালনা করছে ফ্যাক্টরি কে , একাধিক প্রশ্ন করছেন তৃণমূল কর্মীরা, যদিও এদিন সব নেতারাই তীব্র ভাষায় আক্রমণ করেন কন্ডাক্টর সিস্টেম কে জেলার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি উজ্জ্বল কুমার বলেন শ্রমিক দের ন্যায্য বেতন দিতে হবে এবং সাথে পে স্লিপ দিতে হবে, তানা হলে বৃহত্তর আন্দোলনে যাবে আই এন টি টি ইউ সি, তিনি আরও বলেন এলাকার রাস্তা গুলির অবস্থা খুবই খারাপ তার কারণ শিল্পার ফ্যাক্টরির বড় বড় লরি, ট্রাক প্রতিদিন আসা যাওয়া করার ফলে রাস্তার অবস্থা শোচনীয় হয়েছে, এগুলির মেরামত দ্রুত করতে হবে ফ্যাক্টরির ভিতরে নেই পর্যাপ্ত আলো, শ্রমিক দের ১৭০ মজুরি দেয়া হচ্ছে, অনেকে ই এস আই, পি এফ পান আবার বেশির ভাগ শ্রমিক পান না, যা প্রাপ্ত বেতন তার অনেকটা কন্ডাক্টর রা ভাগ বসাচ্ছে , তাই তিনি তীব্র আক্রমণ করেন কন্ডাক্টর দের এবং তিনি হুঁশিয়ারি দেন শ্রমিক দের ন্যায্য পাওনা না দিলে আগামী দিনে আরও বাড়ি আন্দোলন ও বিক্ষোভের রাস্তায় যাবে শ্রমিক ইউনিয়ন শ্রমিক দের অভিযোগ যেখানে তৃণমূল কংগ্রেসের বড় নেতা হলেন শ্রমিক কন্ডাক্টর সেখানে কি করে ন্যায্য পাওনা আদায় হবে যেখানে দীর্ঘদিন বিধায়ক, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবই তৃণমূল কংগ্রেসের তাহলে কেন এতদিন শিল্পার ফ্যাক্টরি তে তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়ন সক্রিয় ছিল না, প্রশ্ন তাহলে কি তৃণমূল কংগ্রেস দলের কয়েক জন নেতা করতে দেন নি, না অন্য কোনো রহস্য