156
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 17-12-2022   8:39 PM •      Captured By: আশীষ কুমার দুবে   156

অটো ড্রাইভার ইউনিয়নের সাংগঠনিক সভায় মন্ত্রী

আশীষ কুমার দুবে:- পূর্ব মেদিনীপুর :-সমুদ্র শহর দিঘায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস পার্টির শ্রমিক সংগঠনের বার্ষিক সভা, এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের কারাগার মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি তৃণমূল কংগ্রেস পার্টির সাংগঠনিক যুব সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর এক ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পার্থ সখা জানা, রামনগর এক পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাদক্ষ সুশান্ত পত্র, এলাকার প্রধান কেয়া দলুই ও উপ প্রধান কল্যাণ জানা, নিউ দীঘা অটো ড্রাইভার ইউনিয়নের সভাপতি বিজয় চন্দ ও সহ সভাপতি অরুন বন, পদিমা এক অঞ্চলের শ্রমিক নেতা অশোক চন্দ ও অন্যান্য এলাকার তৃণমূল শ্রমিক কার্য কর্তারা । এদিন এলাকার লোকাল বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি বলেন তৃণমূল শ্রমিক ইউনিয়ন গুলিকে আরও সংগঠিত হতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে ভাবে দীঘা কে ঢেলে সাজাচ্ছেন তাতে আগামী দিনে আরও রোজগার বাড়বে শ্রমিক দের, তিনি আগামী আগত পঞ্চায়েত ভোটে সবাই কে সংগঠিত ভাবে একসারিতে লড়াই করার কথা বলেন । যদিও এলাকার প্রধানের বক্তব্যে উঠে আসে ধমকির সুর, বলেন যারা সংগঠনে আছেন অথচ ভোটের সময় অন্য দলের হয়ে কাজ করেন তাদের তিনি কড়া বার্তা দেন।

যদিও কাঁথি সাংগঠিক জেলার তৃণমূল কংগ্রেস পার্টির যুব সভাপতি সুপ্রকাশ গিরি সকল নেতৃত্ব কে বার্তা দেন, যে ধমকে চমকে নই মানুষ কে বুঝিয়ে নিয়ে আস্তে হবে এবং তাদের কাছে যেতে হবে। নিউ দীঘা অটো উনিয়নের সভাপতি বিজয় চন্দ বলেন দীঘা তে ঘুরতে অতিথিদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং দীঘার সুনাম যাতে আরও বৃদ্ধি পায় সেই ব্যাপারে সমস্ত অটো চালক দের নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী দিনে আরও কড়াকড়ি করা হবে, ইউনিয়নের সহ সভাপতি অরুন বন বলেন এই মুহূর্তে চারশোর বেশি অটো উনিয়নের অধীন এবং আগামী দিনে যাতে দীঘা তে কিছু মেশিন ভ্যান আছে সেগুলি যাতে অটো তে পরিবর্তন করা যায় সেই ব্যাপারে তৃণমূল নেতৃত্বের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সুন্দরী দীঘা কে সুস্থ্য পরিবেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেবে অটো ইউনিয়ন ।।