89
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 22-12-2022   6:48 PM •      Captured By: আশীষ কুমার দুবে   89

মেধাযুক্ত, গুসমুক্ত কর্মস্থান চাই কাঁথির জনসভায় হুঙ্কার শুভেন্দুর।

আশীষ কুমার দুবে:-কাঁথি :-পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এদিন মেগা শো অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির, এদিন বিজেপিকে জেতালে আবাস যোজনায় বঞ্চিতদের নাম তোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী৷ এদিন কাঁথির রেলমাঠে বিজেপির দলীয় সভা থেকে এই আশ্বাস শোনা গিয়েছে বিরোধী দলনেতার বক্তৃতায় ৷ বলেছেন, বিজেপি কে জেতাতে হবে৷ জেতাতে পারলে ১৮ সালের আবাস যোজনার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছিল তাদের আবাস যোজনায় নাম তোলা হবে। শুভেন্দুর এমন আশ্বাসকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে অঙ্ককসা ৷ আর কয়েক মাস পর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এমন আবহে রাজ্যের জেলায় জেলায় সামনে আসছে আবাস যোজনার কেলেঙ্কারির কথা৷ স্বভাবতই বিরোধী দলনেতার এমন আশ্বাস যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ তাঁদের মতে, শুভেন্দুর এটা মাস্টারস্ট্রোক , শাসকের অন্দরের ক্ষোভ কে আরও বাড়িয়ে বিক্ষুদ্ধদের ভোট গেরুয়া শিবিরে আনার প্রয়াস চালিয়েছেন৷ যদিও জেলার তৃণমূল নেতাদের কথায় ১২ গেলো ১৪ গেলো এলো ২২ শুধু ঢপের চপ ছাড়া আর কিছুই না । এদিন কাঁথির জনসভায় একই ভাবে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস কে আঘাত করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং তিনি বলেন অভিষেক ব্যানার্জী পুরুলিয়া জেলার পর্যবেক্ষক থাকাকালীন ২০১৮ সালে জঙ্গল মহলে দাঁত ফুটাতে পারেনি কোনো ভোটেই তৃণমূল আর এবারও পঞ্চায়েত ভোটে আরও ভালো রেজাল্ট করবে জঙ্গলমহল।