269
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 29-12-2022   5:27 PM •      Captured By: আশীষ কুমার দুবে   269

আবাস যোজনায় চরম দুর্ভোগে জেজে-2 গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত গ্রাম বাসীরা।

আশীষ কুমার দুবে :-পুরুলিয়া :-পুরুলিয়া জেলার পাড়া বিধান সভার অন্তর্গত জে জে -2 গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েত টি পাড়া ব্লকের আন্নান্য গ্রাম পঞ্চায়েত কাজের ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে, জানা যায় 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত টি বিজেপি পার্টি সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল এবং প্রায় তিন বছর এর বেশি পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে ছিলেন বিজেপি পার্টির প্রধান কিন্তু কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসে দু জন পঞ্চায়েত মেম্বার যোগদান করাই সংখ্যা গরিষ্ঠ হয় তৃণমূল পার্টির দিকে এবং পড়ে তৃণমূল কংগ্রেস পার্টির প্রধান বসেন জেজে -2 পঞ্চায়েতের মসনদে। গ্রাম বাসীদের অভিযোগ পঞ্চায়েতে প্রধান পরিবর্তন হলেও জেজে -2 পঞ্চায়েতের কোনো পরিবর্তন হয়নি, তাদের অভিযোগ পাড়া বি ডি ও অফিস যে ভাবে অন্য পঞ্চায়েত গুলিতে সুযোগ সুবিধা দেয়া বা তদারকি করেন সেই ভাবে জেজে -2 পঞ্চায়েত কে দেখা হয়না আর বর্তমান পাড়া ব্লক ভিডিও সম্বন্ধে মানুষের অভিযোগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ভিডিও সাহেবের সাথে দেখা করার সুযোগ হয়না, তাদের অভিযোগ সরকারি ফোন থাকা সত্বেও তিনি ফোন তুলেন না। গ্রাম বাসীদের অভিযোগ যেখানে রাজ্য সরকার ভিডিও সাহেব কে ফোন দিয়েছেন এলাকার সব কিছু জানার জন্য, মানুষের অসুবিধা গুলি দেখার জন্য।

যদিও এনিয়ে দীর্ঘদিন পাড়া ব্লকে থাকা বর্তমান ভিডিও গৌতম মণ্ডল বলেন, সবসময় ফোন ধরা সম্ভব না, যদি কারো কিছু বলার থাকে অফিসে এসে বলবেন । যদিও আবার ঠিক একই অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত জেজে -2 প্রধানের বিরুধ্যে, জানা যায় জেজে -2 পঞ্চায়েত এখন কন্ডাক্টর পরিচালিত পঞ্চায়েত, পঞ্চায়েতে কোনো কাগজের প্রয়োজন হলে আগে কন্ডাক্টরা বিস্তার, বিতান্ত্য নেন তার পর প্রধান কাগজ দেন, যদিও এনিয়ে প্রধান চন্দ্রাবতী মাজীর কাছ থেকে কিছু জানা যায়নি । সাধারণ মানুষের আক্ষেপ আমরা কার কাছে যাবো, জানা যায় প্রায় এক মাস ধরে চলছে আবাস যোজনার ঘরের তদন্ত থেকে শুরু প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট এর যাত্রা পালা কিন্তু কে পাবে ঘর আর কে পাবে না তা মানুষ এখনও ধন্দে। জানা যায় আবাস যোজনায় প্রথম লিস্টে যাদের নাম ছিল তাদের সার্ভের পর অনেকের নাম বাদ যায় এবং যখন পাড়া ব্লকের সমগ্র পঞ্চায়েত এলিজিবল লিস্ট পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেয়ার পর যখন জেজে -2 পঞ্চায়েতে অঞ্চলের মানুষ যোগাযোগ করেন তখন লিস্ট দেখাতে অস্বীকার করেন প্রধান, বলেন ভিডিও স্যার বন্ধ করেছেন, পরে সাংবাদিক দের চাপে পঞ্চায়েতে লিস্ট ঝোলানো হয় ।

তার পরও কাটেনি চরম দুর্ভোগ, এদিন লয়াড়া থেকে ফুসরাবাদ, নতুনডি, আসমনি, আমসলা, বহু গ্রামের মানুষ অভিযোগ করেন এলিজিবল লিস্টে নাম থাকলেও যখন পঞ্চায়েতে যাচ্ছি তখন বলছেন সার্ভারে এন্ট্রি হচ্ছে না বলে তাদের বার বার ঘুরিয়ে দেয়া হচ্ছে সেই সব গরিব মানুষদের, যারা একটা ঘর পাবার আসায় বছরের পর বছর অপেক্ষায় তাদের কথায় আমরা কার কাছে যাবো, পঞ্চায়েত বলছে ভিডিও অফিস যায় আবার ভিডিও অফিসে ঠিক মতো দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না আবার ভিডিও বলছেন কোনো ভুল আছে বলে তোমাদের সার্ভারে নাম উঠেনি, কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের ঘর গুলি তিন বার সার্ভে করার কার পর এলিজিবল লিস্টে নাম থাকার পরও যদি ঘর না পায় তাহলে কার কাছে যাবো, যদিও এক তৃণমূল নেতা পাড়া ব্লকের বলেন ভিডিও আমাদের কথা শুনছেন না, নীজের ইচ্ছে মতো কাজ করছেন, প্রশ্ন উঠছে যেখানে বার বার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমগ্র দপ্তর কে মানুষের সাথে আরও সংযোগ গভীর করার চেষ্টা করছেন, আর তারই জন্য বিভিন্ন রিলেশনশিপ কাপ খেলা শুরু করেছেন সরকারের পক্ষে সেখানে কয়েক জন বিডিও, প্রধান দের জন্য নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গুলি, প্রশ্ন করছেন সাধারণ মানুষ যেখানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং মানুষের সাথে কথা বলছেন, কোন কাজটা হয়েছে কোনটা হয়নি এবং ব্যাবস্থা গ্রহণ করছেন সঙ্গে সঙ্গে, তাহলে মুখ্যমন্ত্রীর দেখানো পথে কেন চলছেন না বাকিরা, প্রশ্ন তো উঠবেই কিন্তু প্রশ্নের কি হবে সমাধান, আসায় বসে জেজে -2 গ্রাম পঞ্চায়েতের মানুষরা