145
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 02-01-2023   11:36 PM •      Captured By: আশীষ কুমার দুবে   145

দীঘা থানার তৎপরতাই হারিয়ে যাওয়া ইস্পিতা কে ফিরে পেলো তার মা বাবা।

আশীষ কুমার দুবে:- দীঘা:-নতুন বছরের প্রথম দিনে দীঘা তে ট্যুরিস্ট এর ঢল্ দেখা গেলো এদিন প্রায় কয়েক লক্ষ্য মানুষ দীঘা সুন্দরী কে দেখতে ভিড় জামাই, জানা যায় ঠিক যেমন বাহিরের রাজ্য গুলি থেকে ট্যুরিস্টরা ভিড় জমিয়ে ছিল তেমনি লোকাল আসে পাশের জেলা থেকেও বহু মানুষ চড়ুইভাতি করতে এসেছিলেন । এদিন দুপুর বেলায় পিকনিক করার সময় পূর্ব বর্ধমান জেলার অধীন কেতুগ্রাম থানার অন্তর্গত গোপালপুর গ্রাম থেকে আসা ইস্পিতা রানু পিকনিক করার সময় ভিড়ে সঙ্গ ছাড়া হন পরিবারের, তখন ডিউটিরত থাকায় দীঘা পুলিশ কর্মী দীঘা থানার অফিসার বিশ্বজিৎ পাহাড়ি ও দিলীপ দাস এর নজরে পড়ে, তৎক্ষণাৎ বাচ্চা মেয়ে ইস্পিতা কে থানায় নিয়ে আসা হয় এবং পরে দীঘা থানার বিভিন্ন হোয়াটস্যাপ গ্রুপ ও রেসকিউ টীম এর মাধ্যমে ইস্পিতার পরিবাবের কে খোঁজে তার বাবা ও মা এর হাতে মেয়েকে তুলে দেয়া হয় । এতে ইস্পিতার বাবা সুদীপ্তা রানু দীঘা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন ।

যদিও দীঘা থানার বড়বাবু কামার হাসেদ বলেন পুলিশ সবসময় ট্যুরিস্ট এর পাশে আছে, যদি কেও হারিয়ে যান বা কোনো ঘটনা ঘটে তৎক্ষণাৎ দীঘা থানায় যোগাযোগ করুন এবং তিনি ট্যুরিস্ট দের বার্তাদেন যাতে নিজেদের বাচ্চাদের প্রতি সবাই নজর রাখেন ।।