108
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 04-01-2023   11:24 AM •      Captured By: আশীষ কুমার দুবে   108

দিঘায় প্রশাসনের অস্থায়ী হকার উচ্ছেদ অভিযান।

আশীষ কুমার দুবে:-দীঘা:-পূর্ব ভারতের অন্যতম সামুদ্রিক পর্যটন নগরী হলো পশ্চিম বঙ্গ রাজ্যের অধীন দীঘা, জানা যায় 2011 সালে মমতা ব্যানার্জী সরকারে আসার পর দীঘা কে এক নতুন রূপ দিয়েছেন এবং পুরাতন দীঘা থেকে শুরে করে নতুন দিঘাতেও তৈরী হয়েছে কয়েক হাজার স্টল আর যেগুলি পুরাতন হকার দের ইতি মধ্যে কয়েক বছর আগে তাদের প্রদান করা হয়েছে কিন্তু তবুও ফুটপাথ দখল এখনোও অব্দি দিঘায় বন্ধ করা যায়নি । বার বার দীঘা উন্নয়ন পর্ষদের পক্ষ্যে দীঘা কে সৌন্দর্যায়ন রাখার জন্য যেখানে সেখানে অস্থায়ী দোকান বসানো পুরোপুরি আইনি ভাবে বন্ধ থাকলেও দীঘার সমুদ্র সরণির রাস্তায় যেমন বেআইনি ভাবে রাস্তার উপর অস্থায়ী ভাবে দোকান পেতে বসছেন অনেকে ঠিক তেমনি অনেকের দীঘা উন্নয়ন পর্ষদ দ্বারা প্রাপ্ত স্থায়ী দোকান থাকলেও সেগুলি ভাড়া দিয়ে অনেকে ফুটপাত দখল করে অস্থায়ী ভাবে দোকান করছেন আর এই নিয়ে কিছুদিন আগে ওল্ড দিঘায় স্থায়ী দোকানদাররা সৌকত এর রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন, যাতে সৌকত সরণির উপর অস্থায়ী হকার দের তুলে দেয়া হয়। আজ তারই প্রতিরূপ দীঘা উন্নয়ন পর্ষদ ও দীঘা পুলিশের যৌথ অভিযানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সমুদ্র সরণির রাস্তায় উপর বসা অস্থায়ী হকারদের উচ্ছেদ অভিযান চলে।

যদিও বহু দোকানদারদের অভিযোগ যে সব হকার সরকারি ভাবে স্থায়ী দোকান পেয়েছেন কিন্তু সেই দোকান টি মাসিক 15000 থেকে 20000 টাকা অন্যত্রে ভাড়া দিয়ে নিজে ফুটপাতে অস্থায়ী ভাবে দোকান করছেন, তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দোকান ফিরিয়ে নেয়া হোক । এদিন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল বলেন নির্দিষ্ট জায়গায় দোকান করতে হবে, যেখানে সেখানে বসা যাবে না এবং তিনি বলেন যদি কেও বসেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, এবং তিনি বলেন দীঘার সৌন্দর্যায়ন যাতে নষ্ট না হয় সেজন্য সকল কে একসাথে মিলিত হয়ে এগিয়ে আসার আহবান করেন, তিনি বার্তা দেন দীঘা কে পরিষ্কার পরিচ্ছন্য রাখার দায়িত্ব শুধু সরকারের নই , দায়িত্য প্রত্যেকটি মানুষের যারা দীঘাতে ব্যবসা করছেন অথবা যারা দীঘা তে বেড়াতে আসেন। এদিন হকার উচ্ছেদ অভিযান হওয়ায় পর্যটকরাও খুশি, তাদের কথায় সমুদ্র রাস্তার উপর ঠিক মতো চলা ফেরা করা যায়না যে ভাবে সমুদ্র সরণির উপর হকারদের উপদ্রব। প্রশ্ন বারবার দীঘা প্রশ্নের পক্ষ্যে হকার উচ্ছেদ অভিযান হলেও, কেন কড়াকড়ি আইন করা হচ্ছে না দীঘা নগরীর জন্য ।