77
thumb Captured By: দিব্যেন্দু গোস্বামী
              • 04-01-2023   2:23 PM •      Captured By: দিব্যেন্দু গোস্বামী   77

অলচিকি ভাষায় শিক্ষার দাবিতে পথ অবরোধ।

দিব্যেন্দু গোস্বামী :-বীরভূম:-ভারত জাকাত মাঝি পরগনা মহল এর বীরভূমের শাখা আজ মল্লারপুর বাহিনা মরে অলচিকি ভাষায় শিক্ষার দাবিতে পথ অবরোধ করে। মোট ১০ দফা দাবি থাকলেও তাদের প্রধান দাবি প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবিলম্বে অল চিকি ভাষায় শিক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে ।এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে আন্দোলন করে গেছে, আজ সকাল ছয়টা থেকে গোটা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধে শামিল হয়েছে ভারত যাকাত মাঝি পরগনা মহল।

এদিন মল্লারপুর থানার বাহিনা মরে ১০০ জন মাঝি পরগনা যাকাত মহলের সদস্য প্ল্যাকার্ড হাতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । অবরোধের ফলে ১৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে।তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে অলচিকি ভাষায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাব্যবস্থা চালু করতে হবে না হলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলেও হুশিয়ারি দেয় তারা।।