72
thumb Captured By: দিব্যেন্দু গোস্বামী
              • 06-01-2023   00:11 AM •      Captured By: দিব্যেন্দু গোস্বামী   72

১০ কোটি টাকার বেশি নামে বেনামে লেনদেন হয়েছে

দিব্যেন্দু গোস্বামী:- বীরভূম:-বৃহস্পতিবার হঠাৎ সিবিআই আধিকারিকরা দুপুর তিনটে কুড়ি নাগাদ হানা দেন সিউড়িতে থাকা বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে। তিন সদস্যের দল সেখানে হানা দেন এবং প্রায় তিন ঘন্টার বেশি সেখানে তল্লাশি চালিয়ে ১৭৭ টি ভুয়ো একাউন্টের খোঁজ পান। সেই সকল অ্যাকাউন্টে ১০ কোটি টাকার বেশি নামে বেনামে লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু রাইস মিলের অ্যাকাউন্ট রয়েছে বলেও খবর। এর পাশাপাশি এদিন এই তল্লাশি চালানোর সময় ওই ব্যাংকের ম্যানেজারকে ধমক দেন কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়ার অভিযোগে। যদিও ঠিক কত টাকার লেনদেন হয়েছে তা পরে জানানো হবে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে।।