96
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 16-01-2023   11:20 PM •      Captured By: জয়দীপ মৈত্র   96

দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের লক্ষ্যে বুনিয়াদপুরে বিশেষ উদ্যোগ কয়েকজন শিক্ষকদের।

জয়দীপ মৈত্র:-বুনিয়াদপুর ,দক্ষিণ দিনাজপুর গ্রাম বাংলার পিছিয়ে পড়া যুবক যুবতীদের উচ্চপদস্থ সরকারি চাকুরিতে সাফল্য প্রদানের উদ্দেশ্যে এগিয়ে এলো এক দল শিক্ষক। রবিবার বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায় বেসরকারি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার রেভিনিউ মন্ডল বুনিয়াদপুর পৌরসভার উপ পৌরপ্রশাসক জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট সাহিত্যিক গোবিন্দ তালুকদার সহ অন্যান্য শিক্ষাবিদরা।

প্রজ্ঞা একাডেমি নামক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। মূলত এলাকার পিছিয়ে পড়া দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ন্যূনতম খরচে সামনের সারিতে এনে উচ্চতর সরকারি চাকরিতে নিশ্চিত সাফল্য প্রদানের উদ্দেশ্য সংস্থার মূল লক্ষ্য বলে জানান সংস্থার অন্যতম কর্ণধার শুভজিৎ সাহা। উদ্বোধনী সংগীতের পর এই দিন ফিতে কেটে কেটে মনীষীদের ছবিতে মাল্যদান করে কর্মসূচি শুভ উদ্বোধন করেন আগত বিশিষ্টজনেরা।।