77
thumb Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
              • 19-01-2023   10:08 PM •      Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী   77

শুরু হতে চলেছে অ্যামেচার যাত্রা উৎসব।

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- আনন্দ বাংলা ডেস্ক:-বাংলার যাত্রার ইতিহাস প্রায় দু'শ বছর অতিক্রম করে গ্যাছে। শুরুটা হয়েছিল জমিদার বাড়ির কোনো উৎসবকে কেন্দ্র করে। বহু বিবর্তনের হাত ধরে যাত্রা আজ তার আধুনিক রূপ গ্রহণ করেছে।

পেশাদার যাত্রাদলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য অ্যামেচার যাত্রাদল। দু'ধরনের যাত্রাদলকে কেন্দ্র করে মানুষের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানও হয় প্রচুর। নানা সমস্যার জন্য অ্যামেচার দলগুলোর অস্তিত্ব আজ চরম সংকটে। দলগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা 'ড্রেস কোম্পানি' ও তার সঙ্গে যুক্ত শিল্পীদের জীবিকা বিপন্ন।

দলগুলোর জন্য নাই কোনো সরকারি সাহায্য বা 'যাত্রা উৎসব' অথচ প্রতিবছর সরকারি উদ্যোগে পেশাদার দলগুলোর জন্য যাত্রা উৎসব হয় ফলে অ্যামেচার দলগুলোর শিল্পীদের মনে থেকে গ্যাছে একরাশ আক্ষেপ এবার সেই আক্ষেপ কিছুটা হলেও দূর করার জন্য এগিয়ে এলো অ্যামেচার যাত্রার প্রসার ও বাংলা সংস্কৃতির প্রচারের লক্ষ্যে ২০১৮ সালে গড়ে ওঠা 'যাত্রায় লোকশিক্ষা হয়' সংস্হা সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে এই প্রথমবারের জন্য আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় শুরু হতে চলেছে যাত্রা উৎসব ও যাত্রা প্রতিযোগিতার আসর যেখানে কেবলমাত্র অ্যামেচার যাত্রাদলগুলি অংশগ্রহণ করবে বীরভুম জেলার সাঁইথিয়ায় 'নটী বিনোদিনী' পালা দিয়ে শুরু হবে প্রতিযোগিতা সংস্হার সূত্রে জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বারোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সম্মতি জানিয়েছে প্রায় প্রতিটি জেলায় আট মাস ধরে এই উৎসব চলবে যাত্রাদলগুলিকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি 'শো'-তে পেশাদার যাত্রা জগতের বিশিষ্ট ব্যক্তিদের হাজির করানোর চেষ্টা চলছে 'যাত্রায় লোকশিক্ষা হয়' সংস্থার প্রধান উপদেষ্টা 'লিভিং লিজেন্ড' রুমা দাশগুপ্তা বললেন- অ্যামেচার যাত্রা ও সংস্কৃতির উন্নতির জন্য আমি এই সংস্থার পাশে সব সময় মায়ের মত আছি তিনি আরও বললেন- আশা করা যায় এই প্রতিযোগিতা আগামী দিনে অ্যামেচার যাত্রা শিল্পীদের উৎসাহ দেবে এবং দিনের শেষে লাভবান হবে বাংলা যাত্রা জগত সংস্থার সম্পাদক সোমনাথ প্রামাণিক বললেন- সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে এতবড় একটা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি হয়তো কিছু ঘাটতি থেকে যাবে আশাকরি অ্যামেচার যাত্রার স্বার্থে সহৃদয় যাত্রামোদী মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবার সহযোগিতায় এই উৎসব সেইদিন অন্যমাত্রা লাভ করবে