83
thumb Captured By: রতন চক্রবর্তী
              • 31-01-2023   00:14 AM •      Captured By: রতন চক্রবর্তী   83

গোপাল দাস বাবাজীর মেলা শুরু।

রতন চক্রবর্তী:- কেতুগ্রম:-পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের দধিয়া বৈরাগ্য তলা র ঐতিহ্যবাহী গোপাল দাস বাবাজীর মেলা শুরু হল । কথিত আছে, ১১৭৬ বঙ্গাব্দের ছিয়াত্তরের মন্বন্তরে দুর্ভিক্ষের সময় সাধক গোপাল দাস বাবাজি ভিক্ষা করে এলাকার মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এক মাস ব্যাপী মহোৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই মহোৎসব চলে আসছে।

বর্তমানে এই মহোৎসব তিন দিন ব্যাপী হয়। এই উৎসবকে কেন্দ্র করে যে মেলা বসে, বর্তমানে গোপাল দাস বাবাজির বৈরাগ্যতলা মেলা নামে খ্যাত । এই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈরাগ্য সন্ন্যাসীরা আসেন । এই মেলায় ৫০০এর বেশি বিভিন্ন গ্রামের মানুষ ভান্ডারা দেওয়ার জন্য আখড়া করেন।

এই বৈরাগ্য তলার মেলা চলে সাতদিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাওয়াজ এই মেলায় মানুষের ঢল চোখে পড়ার মত এই মেলায় চারদিন ধরে মেলার দুই প্রান্তের দুটি মঞ্চে সারাদিনব্যাপী কীর্তন গান, বাউল, কবি গান , সাংস্কৃতিক অনুষ্ঠান,যাত্রাপালা অনুষ্ঠিত হয় এই বৈরাগ্যতলার মেলা যেন সারা কেতুগ্রামের বড় উৎসব এবং বড় মিলনক্ষেত্র বলে মনে করেন, বলে জানান এলাকার মানুষ