95
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 14-02-2023   9:14 PM •      Captured By: আশীষ কুমার দুবে   95

পূর্ব মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত হলো মৎস্যজীবিদের নিয়ে আলোচনা সভা।

আশীষ কুমার দুবে:- পূর্ব মেদিনীপুর :-আজ তমলুকে জেলা শাসকের অফিসে জেলার মৎস্য দপ্তর ও মৎস্য জীবিদের নিয়ে অনুষ্ঠিত হলো সভা এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লবরায় চৌধুরী ও স্পেশাল সেক্রেটারি ও পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজীর উপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যদপ্তরের উন্নয়ন মুলক মিটিংয় অনুষ্ঠিত হয় । এদিন মৎস্যজীবীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অসুবিধা ও ডেভলপমেন্ট এর কথা তুলে ধরা হয় সভায় । এদিন কাঁথি মহকুমা মৎস্য উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মৎস্য এলাকা শঙ্করপুর, মোহনা, শৌলার মৎস্য চাষীদের উন্নয়নমূলক কার্যের কথা তুলে ধরেন এবং আগামী দিনে যাতে মৎস্য চাষীদের বিভিন্ন সুযোগ সুবিধা গুলি সরকার বিবেচনা করেন সেই কথা তুলে ধরেন মৎস্য মন্ত্রী বিপ্লবরায় চৌধুরীর নিকট ।

মৎস্য মন্ত্রী বলেন পশ্চিম বঙ্গ তথা পূর্ব ভারতের অন্যতম মৎস্য বন্দর হলো পূর্ব মেদিনীপুরের সমুদ্র তট এবং তিনি বলেন জেলার মাছ এখন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে এবং বিদেশেও বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেলার মাছ, এবং আগামী দিনে তাজপুর বন্দর হলে আরও প্রসারিত হবে মৎস্য চাষ।।