112
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 19-02-2023   10:23 PM •      Captured By: জয়দীপ মৈত্র   112

জমিতে চাষবাস করেই দিন কাটছে দক্ষিন দিনাজপুরের একদা জেলা সভাধিপতি আদিবাসী কন্যা

জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর:-বামফ্রন্ট সরকার ২০১১ সালে রাজ্যপাট হারানোর পর রাজনৈতিক কাজকর্ম একপ্রকার কমে যাওয়ায় জমিতে চাষবাস করেই দিন কাটছে দক্ষিন দিনাজপুরের একদা জেলা সভাধিপতি আদিবাসী কন্যা মাগদালিনা মুর্মুর( ৫৮)। বাম আমলের ২০০৮ সালে বংশীহারির ডিটল গ্রামের বাসিন্দা মাগদালিনা জেলা সভাধিপতি হিসাবে মনোনীত হন।২০১১ সাল পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন।

যুবতিকাল থেকেই তিনি সিপিএম দলের হয়ে কাজ শুরু করেন।পরবর্তীতে তিনি শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্বও সামলান।তার বিচক্ষনতা এবং ভালো ব্যবহারের জন্য জেলা সিপিএম তাকে সভাধিপতির পদে বসায়।বর্তমানে তিনি সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য এবং বংশীহারি এরিয়ে কমিটির সদস্য হিসাবে কাজ করছেন।

শুক্রবার তার বাসভবনে গিয়ে দেখা গেল, তিনি বাড়ির প্রবেশ পথের দরজায় অতি সাধারন পোষাক পড়ে রয়েছেন সংবাদ মাধ্যম থেকে এসেছি শুনেই তিনি বাড়ির ভিতরে আসতে বললেনদেখা যায়,তার বাড়ি রং বিহীন এবং অনেক ঘরের দরজা নেই বাড়িতে ঢুকতেই নিজেই তিনি ঘর থেকে চেয়ার এনে বসতে বললেনতিনিই প্রতিবেদককে প্রশ্ন করেন,কি জন্য আমার কাছে এসেছেন? তাকে বলা হয়,এক সময় তো আপনি জেলার সভাধিপতির দায়িত্ব সামলেছেনবাম সরকারের পতনের পর এখন আপনার সময় কিভাবে কাটছেতিনি মৃদু হেসে বলেন,এখন ভাই নিজের সামান্য জমিজমার চাষবাস করেই দিন কাটছেপুর্বে আমার স্বামী লক্ষন মার্ডি জমি দেখভালের পাশাপাশি সংসারের হাল ধরতেনকিন্তু কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ায় এখন আমাকেই সব দেখতে হচ্ছেস্বামী এবংতারপর আমার দিদি মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙ্গে পরিএকাকিত্ব কমাতে দিদির স্বামী বিচ্ছিন্না মেয়ে এবং তার দুই শিশু সন্তানকে বাড়িতে নিয়ে এসেছিএই মেয়েই এখন দেখভাল করেদলের কাজ করেন না প্রশ্নে তিনি বলেন,আসলে রক্তে সিপিএম মিশে আছেসেজন্য সময় পেলেই বাড়ি ছেড়ে বেড়িয়ে পরিলোকজনদের সাথে গল্পগুজব করিতাদের সাহার্য করতে পারবো না জেনেও স্বভাব বশে অভাবের কথা শুনিক্ষমতা থাকতে গোটা বাড়িতে লোকজনের হাট বসতোএখন আর তেমন কেউ আসে না তবে দলের কেউ কেউ আমার খোঁজ নেনএখন জমিজমা দেখে এবং বাড়ির দুইটি গরু এবং মুরগীর দেখভাল করেই সময় বেশ কেটে যায়বাড়িতে রং করান নি কেন? টাকার অভাবের জন্যই কি প্রশ্নে তিনি ম্লান হেসে বলেন,তা নাতবে সময় হলেই রঙ করাবোসারা বংশীহারির দলমত নির্বিশেষে সকলের কাছে সম্মানীয়া মাগদালিনা মুর্মু আজ ক্ষমতা হারিয়ে মন খারাপ করে না প্রশ্নে তিনি বলেন,ক্ষমতা তো চিরদিন থাকে না ভাইএকদিন ক্ষমতাচ্যুত হতেই হবেএটাই ইতিহাসের শিক্ষাক্ষমতা হারানোর পর অন্য দল থেকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু আমি নিজের আদর্শ ত্যাগ করি নিআমাদের সিপিএম দল আসলে গ্রামগঞ্জের লোকজন থেকে দূরে চলে যাওয়াতেই ক্ষমতা হারাতে হয়েছেএটা আমার নিজস্ব উপলব্ধিতবে ক্ষমতা না থাকলেও আমি দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা পাইএর চাইতে পাওনা আর একজন মানুষের কি থাকতে পারে