100
thumb Captured By: ইয়াকুব হোসেন সেখ
              • 23-02-2023   9:31 PM •      Captured By: ইয়াকুব হোসেন সেখ   100

অসুস্থ্য ১৪মাসের শিশুর খবর সংগ্রহর জন্য হাসপাতালে আসায় চিকিৎসকেরা দুর্ব্যাবহার করলেন সংবাদ কর্মীদের সাথে।

ইয়াকুব হোসেন সেখ:- কালনা:- বৈদ্যপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শ্বাসকষ্ট নিয়ে ১৪ মাসের শিশুকে হাসপাতালে নিয়ে আসায় কর্তব্যরত ডাক্তার না দেখার অভিযোগ উঠল, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা ২ ব্লকের । এই গ্রামের শান্তনু ঘোষ তার ১৪ মাসের শিশুকে নিয়ে জরুরী বিভাগে দেখাতে এলে কর্তব্যরত ডাক্তার অমিত মন্ডল বলেন আউটডোরে নিয়ে আসতে হবে জরুরী বিভাগে রুগী দেখব না, বহু অনুরোধ করার পরেও ডাক্তারবাবু শিশুটিকে দেখলেন না। নিরুপায় হয়ে শ্বাসকষ্ট নিয়ে ওই শিশুকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকরা শিশুটিকে দেখার পর দ্রুত ভর্তি করে নেন, খবর পেয়ে সাংবাদিকরা বিষয়টি জানতে গেলে কর্তব্যরত নার্স সাংবাদিক কে অপমান জনক ভাবে বলে রসিয়ে খবর করতে এলেন।, অভিযুক্ত ডাক্তার অমিত মন্ডলের কাছে অভিযোগ সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোন কিছু কথা বলবেন না বলেন।অভিযোগ কারী শান্তনু ঘোষ বলেন শুধু ডাক্তার বাবু দেখেননি তাই নয় তাকে হুমকি দেয় যা করার করে নেবেন আমি দেখবনা।, ডাক্তার নার্স একযোগে বলেন যেখানে খুশি অভিযোগ করতে পারেন এমনটাই দাবি শান্তনু ঘোষের।

, কালনা ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক কুমার বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে