122
thumb Captured By: ইয়াকুব হোসেন সেখ
              • 23-02-2023   9:51 PM •      Captured By: ইয়াকুব হোসেন সেখ   122

ডেঙ্গি রুখতে বৃহস্পতিবার বর্ধমান পুরসভার তরফে প্রশিক্ষণ শিবির।

ইয়াকুব হোসেন সেখ:-পূর্ব বর্ধমান:চারিদিকে মশার উপদ্রব ক্রমশই বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের সম্ভাবনা। ডেঙ্গি রুখতে বৃহস্পতিবার বর্ধমান পুরসভার তরফে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

বর্ধমানের বংশ গোপাল টাউন হলে আশা কর্মী, আইসিডিএস কর্মী এবং অন্যান্যদের নিয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু বিষয়ে সার্ভে করে সতর্ক করতে হবে,ডেঙ্গু রোধে কি কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে। এদিন উপস্থিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ডেঙ্গি মোকাবিলায় বর্ধমান পুরসভা ও জেলা প্রশাসন যে সচেতন রয়েছে সেই বার্তাও এ দিন পুরসভার তরফে দেওয়া হয়েছে।