165
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 24-02-2023   0:22 PM •      Captured By: আশীষ কুমার দুবে   165

দীঘার সমুদ্র সরণিতে উদ্ধার কয়েক কেজি গাঁজা।

আশীষ কুমার দুবে:-পূর্ব মেদিনীপুর : -সমুদ্র নগরী দীঘাতে এদিন পাওয়া গেলো কয়েক কেজি গাঁজা। এদিন সকাল সকাল প্রতিদিনের মতো সমুদ্র তীরবর্তী রাস্তায় নিউ দীঘার ক্ষণিকা ঘাটে পরিষ্কার করছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অধীন সাফাই কর্মচারীরা আর ঠিক সেই সময় তাদের চোখে পড়ে কয়েক টি প্যাকেট পড়ে আছে যদিও ওই প্যাকেট গুলিতে একটি খোলা ছিল তার পর চেক করে দেখা হয় গাঁজার প্যাকেট, আর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দীঘা সমুদ্র নগরী তে। জানা যায় কয়েক দিন আগে দীঘা কলকাতা গামী একটি বাসে কয়েক কেজি গাঁজা উদ্ধার করে মেদিনীপুর জেলা পুলিশ তার পর আবার সৌকত নগরী দীঘার একেবারে খোলা আকাশের নিচ্ছে জনসমক্ষে মিললো গাঁজা ।

দীঘা এলাকার বাসিন্দাদের কথায় দীঘার কোনো নিরাপত্যা নেই পাশের রাজ্য ওডিশার সীমান্ত থাকা সত্বেও দীঘা বর্ডারে এলাকায় থাকে না পর্যাপ্ত পুলিশের টহল আর তাই ইচ্ছে মতো পাচার হচ্ছে ওডিশা থেকে বাংলার বিভিন্ন জায়গায় মাদক জাতীয় দ্রব্য। যদিও প্রশ্ন উঠছে দীঘার পুলিশ প্রশাসনকে নিয়ে যে ভাবে বাসের মাধ্যমে গাঁজা সরবরাহ হচ্ছে তাতে সাধারণ মানুষ প্রশ্ন করছেন পুলিশ কি করছেন । জানাযায় কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ্যে দীঘা ওডিশা সীমান্তে তৈরী করা হয়েছিল একটি পুলিশ ফাঁড়ি এবং সীমান্ত এলাকায় অবস্থিত দীঘা সেন্ট্রাল বাস স্ট্যান্ড অফিসার এর নিচে একটি অফিসে দেয়া হয়েছিল দীঘা থানার অন্তর্গত সীমান্তে পুলিশ ফাঁড়ির জন্য কিন্তু সেটি রূপায়িত আর হয়নি তাই সীমান্ত এলাকার মানুষের প্রশ্ন দিঘাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক জাতীয় রূপ দিয়েছেন এবং আমূল পরিবর্তন করেছেন তাই দিঘাকে আরও নিরাপত্যার বেড়াজালে মোড়া উচিত দীঘা পুলিশ প্রশাসনের। একের পর এক যে ভাবে পূর্ব মেদিনীপুর জেলায় গাঁজা চক্র সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে প্রশাসন কে নিয়ে ।