115
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 11-03-2023   0:02 PM •      Captured By: আশীষ কুমার দুবে   115

প্ৰাক্তন বিধায়ক উমাপদ বাউরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ সভা।

আশীষ কুমার দুবে:-পুরুলিয়া :-পুরুলিয়া জেলার পাড়া বিধান সভার অধীন জেজে -2 পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে এদিন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন প্রায় কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থরের মানুষের সাথে জনসংযোগ করা হয়, যার পুরোভাগে নেতৃত্ব দেন পাড়া বিধান সভার প্ৰাক্তন বিধায়ক তথা বর্তমানে পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমাপদ বাউরী এবং উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির প্ৰাক্তন সহ সভাপতি তথা পুরুলিয়া জেলার অন্যতম তৃণমূল কংগ্রেসের নেতা দীপক কুম্ভকার, প্ৰাক্তন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক ব্যানার্জী, পাড়া পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ জয়মল ভট্টাচার্য, পুরুলিয়া জেলা পরিষদের খাদ্য কর্মাদক্ষ মনোজ সাহাবাবু ও জেজে -2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন যেমন জনসংযোগ করা হয় ঠিক তেমনি পথ সভার মাধ্যমে বিজেপি পার্টি কে তীব্র ভাষায় সমালোচনা করেন উমাপদ বাউরী, তিনি বলেন জেজে -2 পঞ্চায়েত 2018 সালে এখানকার মানুষ বিজেপি কে ভোট দিয়ে জিতিয়েছিলো তার পর শুধু দুর্নীতির বেড়াজালে পরিচালিত হয়েছিল পঞ্চায়েত, পরে তৃণমূল কংগ্রেস প্রধান গঠন করলেও জে কয়েকটা বছর বিজেপি পার্টির প্রধান ছিল তাতে এলাকার কোনো উন্নয়ন হয়নি কিন্তু তৃণমূল পঞ্চায়েতে আসায় এলাকার বিভিন্ন গ্রামে আবার শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারা।

তিনি আরও বলেন আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কে বিপুল ভাবে বিজয়ী করতে হবে যাতে উন্নতির ধারা অব্যাহত থাকে জেজে -2 পঞ্চায়েতে । এদিন জেলার নেতা দীপক কুম্ভকার বলেন আগত পঞ্চায়েত ভোটে পাড়া বিধান সভায় বিজেপির বিজয়ী রথ শূন্য হবে এবং প্রত্যেক টি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস পাবে, তিনি বলেন এলাকায় বিজেপি নেতাদের দেখা যায়না আর ভোট এলে বেরিয়ে পড়েন প্রচারে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সুখে দুঃখে পাশে আছে আর থাকবে, তিনি জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষ কে সচেতন করেন বিজেপি থেকে, তিনি আরও বলেন পুরুলিয়া জেলার মানুষ যাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল এম পি ইলেকশননে তাকে কখনো এলাকায় দেখা যায়না, কোনো কাজেই এম পি কোটা থেকে পাড়া বিধান সভার মানুষ পাইনি অথচ এই পাড়া বিধান সভার মানুষ যাকে ( জ্যোতির্ময় সিং মাহাতো ) কয়েক হাজার ভোট দিয়ে জিতিয়েছিলো কিন্তু এলাকার উন্নয়নে একটাকাও দেননি । এদিন জনসংযোগ যাত্রায় মানুষের প্রধান মন্ত্রী আবাস যোজনা নিয়ে অভিযোগ থাকলেও কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলার হুটমুড়া সভায় বলে গেছেন সবাই ঘর পাবেন সেই বার্তায় দেয়া হয় এলাকার মানুষ কে । জানাযায় এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ চোখে পড়ে, যেহেতু বহুদিন পর তৃণমূল কংগ্রেস পাড়া ব্রিগেড আবার সহমহিমায় ফেরায় ।

তবে এদিনের সভায় পুরুষদের কে টেক্কা দিলো মহিলারা এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়লো বেশি