106
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 17-03-2023   0:19 PM •      Captured By: আশীষ কুমার দুবে   106

দীঘাতে দক্ষিনবঙ্গ মৎস্যজিবি ফোরামের গনমিছিল ও পথসভা।

আশিষ কুমার দুবে:-পূর্ব মেদিনীপুর:-সৌকত নগরী দিঘায় দক্ষিনবঙ্গ মৎস্যজিবি ফোরাম দ্বারা অনুষ্ঠিত হলো গণমিছিল ও পথ সভা, এদিন কয়েকশো মৎস্যজিবি মিছিলে অংশ গ্রহণ করেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে পথ সভা হয়। মূলত কয়েকটি দাবি নিয়ে নিয়ে মৎস্যজীবিদের ছিল আন্দোলন, জানা যায় তাজপুরে গভীর সমুদ্র বন্দর বাতিল, ট্রলিং ফিসিং বন্ধ, মাছ মার্কেট গুলির আধুনিকরণ ও উন্নয়ন কাঠামো, খটির জমির সীমানা নিরধারণ করে খটি কমিটি গুলিকে ব্যবহারিক স্বত্ব প্রদান এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন ওল্ড দিঘায় মৎস্য জীবিরা জামায়েত হয়ে সভা করেন. যদিও পশ্চিম বঙ্গের খিদিরপুকুর, হলদিয়া বন্দরের পর আরও একটি সমুদ্র বন্দর তাজপুরে হবে তা কয়েক বছর আগে মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন এবং বন্দর তাজপুরে হলে এলাকার মানচিত্রে জে এক আমূল পরিবর্তন হবে তা বলা বাহুল্য কিন্তু মৎস্য জীবিরা কেন তাজপুর বন্দর হওয়ার পক্ষ্যে নই তা নিয়ে এলাকার মানুষ বিষ্যয় প্রকাশ করেছেন।।