114
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 29-03-2023   10:37 AM •      Captured By: আশীষ কুমার দুবে   114

সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় উদ্বোধন হলো পথশ্রী।

আশিষ কুমার দুবে:-পূর্ব মেদিনীপুর :-এদিন গ্রামীণ সড়ক রাস্তায় এক বড় দিশা দিলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, হুগলির সিঙ্গুর থেকে রাজ্য বাসীকে ১২ হাজার কিলোমিটার রাস্তা উপহার দিলেন তিনি । এদিন মমতা ব্যানার্জী ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেন পথশ্রী প্রকল্পের এবং তার পর পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেক টি অঞ্চলে সরকারি ভাবে উদ্বোধন হয় পথশ্রী রাস্তার । এদিন রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন রামনগর বিধান সভায় মত 17 টি রাস্তার উদ্বোধন হয়েছে এবং তিনি আরও বলেন পথশ্রী হলো বাংলার গ্রামীণ সড়কের সাথে মূল সড়ক গুলোর মিলন যাতে সহজে গ্রামের মানুষ শহরাঞ্চলে আস্তে পারেন, যার প্রকৃত রুপরেখা তৈরী শুরু হলো মমতা ব্যানার্জীর হাট ধরে ।

এদিন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সরপাই ভীম পড়্যা বাড়ি হইতে কান্ডামারী এম এস কে হয়ে ধনঞ্জয় গিরি বাড়ি পর্যন্ত এক কিমি রাস্তা 2872547.00টাকা ব্যয়ে শুভ উদ্বোধন হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহকারী সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি তিন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নন্দিতা আদক , ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত এর প্রধান স্বপন কুমার বাগ, উপপ্রধান নীলকমল ঘোড়াই সহ অন্যান্য সদস্য অশোক কুমার জানা, রবীন্দ্রনাথ বেরা, ও সদস্যা গন সহ আধিকারিক প্রসুন মাইতি সহ গ্রাম পঞ্চায়েত এর স্টাফ সহএলাকার অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন পথশ্রীর মাধ্যমে এলাকার বহু গুরুত্বপূর্ণ রাস্তা গুলি নতুন পাওয়ায় জেলার মানুষের মনে খুশি হাওয়া ।।