210
thumb Captured By: বিশেষ সংবাদদাতা
              • 29-03-2023   11:33 PM •      Captured By: বিশেষ সংবাদদাতা   210

কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি শিক্ষামূলক কর্মশালা।

বিশেষ সংবাদ দাতা:- পূর্ব বর্ধমান:- গত 27শে মার্চ 2023 তারিখে পূর্ববর্ধমান জেলার হাটশিমূল গ্রামে ,স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি শিক্ষামূলক কর্মশালা। এই কর্মশালা আয়োজন করেছিলো ওড়িশার এম.এস.স্বামীনাথন স্কুল অফ এগ্রিকালচার কলেজের ছাত্ররা যথাক্রমে-প্রতীক সামন্ত,সপ্তীক কর্মকার,সায়ন ঘোষ,সৌম্যদীপ মণ্ডল। এই কর্মশালাতে ছাত্ররা চাষের আধুনিক কৌশল ও বিভিন্ন জৈব পদ্ধতি প্রয়োগের দ্বারা কি ভাবে চাষের উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বাড়ানো যায় সে ব্যাপারে আলোকপাত করে।

এখানে কৃষকদের ঝিনুক ছাতু চাষ করার পদ্ধতি প্রদর্শন করা হয়। চাষীরা উৎসাহ সহকারে এই কর্মশালাতে অংশগ্রহণ করে এবং এই কর্মশালার প্রচেষ্টাকে সাধুবাদ জানান কলেজ কর্তিপক্ষ ও ছাত্রদের কে।।