122
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 05-04-2023   10:57 PM •      Captured By: আশীষ কুমার দুবে   122

দীঘায় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব।

আশিষ কুমার দুবে:-পূর্ব মেদিনীপুর:-দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটলো আজ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব উদ্বোধনের মাধ্যম দিয়ে । এদিন দুপুর ২:৩০ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফিতে কেটে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর প্রেস ক্লাব ঘরের শুভ উদ্বোধন করলেন নিউ দীঘার এন টু সেক্টরে, এদিন পূর্ব মেদিনীপুর জেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং যখন মুখ্যমন্ত্রী শেষ বার দিঘায় এসেছিলেন প্রাসোনিক সভায় দীঘাতে তখন জেলার সাংবাদিকরা দাবি করেছিলেন দীঘাতে একটি সাংবাদিকদের জন্য ঘর দেয়ার, যা আজ বলা যায় স্বপ্ন পুরান হলো । এমনিতে জেলার বিভিন্ন মহকুমায় প্রেস ক্লাব থাকলেও দীঘা সৌকত নগরীতে ছিল না কোনো ঘর, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের প্রায় হতো সমস্যা আর এদিনের প্রেস ক্লাব ঘর উদ্বোধন হওয়ায় সকল সাংবাদিকরা খুশি।

এদিন মুখ্যমন্ত্রী ছিলেন খুশি মেজাজেই, প্রেস ক্ষয়ে তিনি যেমন কবিতা পাঠ করেন তেমনি সাংবাদিকদের পখ্যেও কবিতা পাঠ করা হয়। পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব এর পক্ষ্যে বর্ষীয়ান সাংবাদিক সুজিত ভৌমিক ও জাহাঙ্গীর বাদশা মুখ্যমন্ত্রী কে অভ্যর্থনা জানান ও সাংবাদিক দের লেখা পুস্তক উপহার দেন । প্রেস ক্লাবে দুটি হাল দেয়া হয়েছে, সঙ্গে কম্পিউটার, প্রজেক্টর দেয়া হয়েছে সরকারের পক্ষ্যে, এদিন মুখ্যমন্ত্রী বলেন দীঘায় জে ভাবে ট্যুরিস্ট আসছে এবং আগামী দিনে জগন্নাথ মন্দিরের কাজ শেষ হওয়ার পর আরও ট্যুরিস্ট বেশি করে আসবেন। পূর্ব মেদিনীপুর সফরে এসে তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করেন এবং ২২০২৪ সালে জগন্নাথ মন্দিরের কাজ জে সম্পূর্ণ হবে সেই কথা বলেন।

জেলা সাংবাদিকদের পক্ষ্যে মুখ্যমন্ত্রী কে ধন্যাবাদ জ্ঞাপন করা হয়, অপেক্ষার অবসান হওয়ায়