142
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 07-04-2023   5:14 PM •      Captured By: আশীষ কুমার দুবে   142

কুর্মি মাহাতো সমাজের আন্দোলনে যোগাযোগ বিচ্ছিন্ন পুরুলিয়ায়।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-কয়েক মাস আগে কুর্মি মাহাতো সমাজের আন্দোলনে পুরুলিয়া সহ জঙ্গল মহলের কয়েকটি জেলায় যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হয়েছিল আর সেই সময় প্রশাসনের সাথে বৈঠক হওয়ায় আন্দোলন তুলে নিয়েছিলেন তারা কিন্তু পুনারই শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন কুর্মি মাহাতো সমাজের পক্ষ্যে। গত ৫ ই এপ্রিল থেকে আবার শুরু হয়েছে চাকা জ্যাম অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি । এদিন আদ্রা ডিভিশন এর ডি আর এম বলেন আদ্রা ডিভিশন এর অন্তগত কুস্টায়ের রেল স্টেশন মূল ঘাঁটি করেছেন কুর্মি মাহাতো সমাজ আর তারই জন্য আনারা রেল স্টেশন থেকে টাটা, রাঁচি বোকার গামী সবই ট্রেন পুরোপুরি স্তব্ধ, যদিও দূরপাল্লার ট্রেন গুলি কে চান্ডিল, খড়্গপুর ধানবাদ হয়ে রুট ঘুরিয়ে দেয়া হয়েছে এবং তিনি বলেন আদ্রা ডিভিশন এর অন্তর্গত কোটশীলা রেল স্টেশন কেও কুর্মি সমাজ স্তব্ধ করতে পারে বলে খবর পাওয়া গেছে ।

তিনি আরও বলেন আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব হলো রাজ্য সরকারের তাই রাজ্য সরকারকে মূল দায়িত্ব নিতে হবে আন্দোলন কি ভাবে তুলা যায় ।যদিও সূত্র মারফত জানাযায় রাজ্য সরকারের পক্ষ্যে পুরুলিয়া প্রশাসনের পক্ষ্যে কুর্মি মাহাতো সমাজের আন্দোলনকারী নেতা অজিত মাহাতো এর সাথে শলা পরামর্শের মাধ্যমে আলোচনা করার জন্য কথা চলছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি আন্দোলনকারীদের কাছ থেকে । মূলত তাদের দাবি কুর্মি মাহাতো সমাজ কে সংবিধানের অন্তর্গত তফসিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং আরও কয়েক দফা দাবিতে তাদের আন্দোলন । পুরুলিয়া জেলার ট্রেন চলাচলে যেমন বাধা সৃষ্টি হয়েছে ঠিক তেমনি সড়ক পথেও বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল।

পশ্চিমবঙ্গ রাজ্যের কুস্টায়ের রেল স্টেশন এখন হাই ভোল্টেজ স্থান রূপে চিহ্নিত করেছেন কুর্মি মাহাতো সমাজের মানুষরা, এর আগে বহুবার এই রেল স্টেশন কে তারা মূল আন্দোলনের স্থান রূপে চিহ্নিত করেছেন কিন্তু আন্দোলনের ফলে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষরা, গত কয়েক দিনে আন্দোলনের ফলে চিকিৎসক থেকে সরকারি কর্মীরাও বাধার মুখে পড়ছেন কিন্তু প্রশ্ন উঠছে কুর্মি মাহাতো সমাজ কে নিয়ে কারণ সাধারণ মানুষের কথায় আন্দোলন মানে তো চাকা জ্যাম করা নই, আন্দোলনের আরও অন্য রাস্তা অবলম্বন করতে পারেন, সাধারণ জনজীবনের দৈনন্দিন জীবন কে ব্যাঘাত ঘটিয়ে আন্দোলন করা কতটা যুক্তিযুক্ত তা ভবিস্যত বলবে আবার অন্য জাতির মানুষদের কথায় আজ কুর্মি মাহাতো সমাজ যদি তফসিলি উপজাতির জন্য আন্দোলন করেন, হয়তো কাল অন্য জাতির মানুষরা আন্দোলন করতে পারেন তপসিলি উপজাতির অন্তর্ভুক্তির জন্য সাধারণ মানুষের কথায় প্রশাসনের উচিত এভাবে যখন তখন ইচ্ছা মতো আন্দোলনের বিরুধ্যে আরও কঠোর আইন লাগু করা যদিও এনিয়ে শাসক ও বিরোধী দল কেও আন্দোলনের পক্ষ্যে ও বিপখ্যে মতামত না দিলেও, আন্দোলনের ফলে তারাও যে অসুভিদার মধ্যে পড়ছেন তা বলাবাহুল্য অপেক্ষায় সাধারণ মানুষ কখন উঠবে আন্দোলন, কখন আবার পুনরাই ট্রেন, বাস চলাচল শুরু হবে, ফিরবে সকলের মুখে হাসি কারণ বাস চলাচল বন্ধ হওয়ায় বাসের ড্রাইভার, কন্ডাক্টর, হেলপার থেকে প্রাইভেট কমার্সিয়াল ছোট গাড়ির কর্মচারীরাও সকলে রুজিরোজগার থেকে বঞ্চিত প্রশ্ন আন্দোলনের ফলে স্বাধীন হয়েছে আমাদের দেশ কিন্তু সেই আন্দোলনের পথ আবার দেশ কে স্তব্ধ করছে যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার বার বলেছেন বন্ধ কখনো কারণের দিশা হতে পারেনা এবং বন্ধের বিরুধ্যে বহুবার কঠোর আদেশ তিনি দিয়েছেন এবার হয়তো সেই আসায় সাধারণ জনগণ