109
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 18-04-2023   1:35 PM •      Captured By: আশীষ কুমার দুবে   109

লয়াড়ার সেচ দপ্তরের জঙ্গলে ভহাবহ আগুন।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-এমনিতে তাপবাহে ক্লান্ত হয়ে পড়েছেন পুরুলিয়ার মানুষ, তার ওপর এতো চৌড়া রোদ্রে যদি লাগে জঙ্গলে আগুন তখন আরও জোরালো তাপ প্রবাহ হয় । এদিন দুপুরের সময় হটাৎ আগুনের শিখা চোখে পড়ে পুরুলিয়া জেলার পাড়া বিধান সভার অধীন জেজে-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লয়াড়া গ্রামের অধিবাসীদের তার পর গ্রামের মানুষের প্রচেষ্টায় গরমের দাবদাহের মধ্যে আগুন নিমানোর চলে প্রচেষ্টা এবং শেষ অবদি লয়াড়া গ্রামের মানুষের প্রচেষ্টায় আগুন বিপদ তেজ বিপদ মুখী থেকে কিছুটা সরলে তার পর প্রায় ফোনে করার এক ঘন্টা পর রঘুনাথপুরের আগুন নিমানোর গাড়ি এসে শেষ পর্যন্ত আগুন নেমানোর কাজ সম্পূর্ণ করেন, লয়াড়া গ্রামের বাসিন্দা বিপুল চৌবে, রঞ্জন দুবে বলেন কে বা কারা আগুন লাগালো তা এখনো বুঝতে পারা যাচ্ছে না, এই ভর দুপুরে যেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সেখানে কিভাবে এসে অগ্নি সংযোগ করলো তা ভাবার বিষয়।আবার অনেকের কথায় মাঝে মাঝে আদিবাসীরা জঙ্গলে অগ্নি সংযোগ করেন আর তার কারণ হলো জঙ্গলে আগুন লাগলে, জঙ্গলে থাকা সমস্ত জীব জন্তু পাখি সবকিছু তখন আগুনের প্রবেসে তারা বেরিয়ে আস আর ঠিক তখনি আদিবাসীরা তাদের স্বীকার কার্য্য সম্পন্য করে কিন্তু এক্ষেত্রে স্বীকারের প্রশ্ন আসছে না কারণ লয়াড়া সেচ বাংলোয় থাকা জঙ্গল ততটা ঘন নই আর সেখানে কোনো জীবজন্তু সচরাচর দেখা যায়না তাই আদিবাসীদের প্রশ্ন আসছে কিন্তু তবুও কে বা কারা জেনে শুনে অগ্নি সংযোগ করলো তা ভাবার বিষয়, যদিও এদিন পাড়া থানার পুলিশ এসেছিলো কিন্তু তারাও কোনো সুরাহা বা বুঝে উঠতে পারেন নি ।

তবে লয়াড়া গ্রামের মানুষের দাবি অবিলম্বে অগ্নি সংযোগকারি কে ধরতে হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে কারণ আগুন যদি তীব্র আকার ধারণ করতো তাহলে লয়াড়া গ্রামের বহু ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যেতে তাই । প্রশ্ন আগুনের ফলে পরিবেশ যেমন দূষিত হয় ঠিক তেমনি জীব জন্তু, গাছ এর প্রাণ নষ্ট হয় আর এগুলো কখন মানুষ বুঝবে ।।