74
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 15-05-2023   3:01 PM •      Captured By: আশীষ কুমার দুবে   74

দিনের আলোতে চলছে অভার লোডেড বালি।

আশিষ কুমার দুবে:- পুরুলিয়া:-গত দুমাস ধরে শুরু হয়েছে রঘুনাথপুর থেকে পুরুলিয়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ, কিন্তু জানা যায় কলকাতার যিনি এই রোড সম্প্রসারণের কাজ পেয়ে তিনি প্রথম থেকে বলে আসছেন স্থানীয় কোন সাপ্লায়ের কাছে বালি, চিপস তিনি নেবেন না, সেই সঙ্গে স্থানীয় শ্রমিকদের নেবেন না ( শ্রমিকদের কথায় পুরুলিয়ার শ্রমিকরা কি অযোগ্য না অন্য কোনো রহস্য )। যদিও এলাকার শ্রমিক রা বলেন স্থানীয় শ্রমিকরা থাকলে তাদের কাজে বাধা আসবে কারণ স্থানীয় শ্রমিকদের কাছে রোডের গুণমান খারাপ করতে পারবে না আর যদি খারাপ হয় তাহলে স্থানীয় নেতা থেকে প্রশাসনের কাছে খবর যাওয়ার আসংখ্যা তাই হয়তো স্থানীয় কোনো মানুষ কে কাজে লাগানো হয়নি, কিন্তু পরে জানা যায় এলাকার সব সাপ্লায়ের কে বাদ দিয়ে স্থানীয় এক সাপ্লায়ের কে বালি সরবরাহ করার কাজ টি দিয়েছেন । যদিও পরে জানা যায় রোড কর্তৃপখ্য পুরোপুরি মিথ্যে কথা বলছেন বলে জানান স্থানীয় বহু সাপ্লাযার রা, এদিন স্থানীয় এক বালি চিপস সাপ্লাইর সুদীপ মুখার্জী বলেন এলাকায় বহু সাপ্লায়ার থাকলেও শুধু একজন কি ভাবে কাজ পাচ্ছেন এবং বহু স্থানীয় সাপ্লায়ার রা বলেন আগামী দিনে বড় আন্দোলনে তারা রোড কার্তিপখ্যের বিরুদ্ধে।

যদিও রোড কর্তৃপক্ষয়ের দাবি তারা বালি নিজেরাই সাপ্লাই করছেন কিন্তু এদিন একটি ওভার লোডার ডাম্পার যখন রোড ফ্যাক্টরি তে ঢুকছিল অত্যাধিক বালি লোড নিয়ে তখন স্থানীয় মানুষের নজরে পরে এবং জানা যায় ডাম্পার টি পশ্চিম বর্ধমান জেলার নাম্বার এবং এই ওভার লোডেড বালির ডাম্পার টি স্থানীয় সাপ্লায়ার মানিক দেওঘরিয়া সরবরাহ করার জন্য বলেছেন ফ্যাক্টরিতে বলেন ডাম্পারের চালাক । কিন্তু এলাকার মানুষের প্রশ্ন কি ভাবে এতটা রাস্তা অত্যাধিক বালি বোঝাই ডাম্পার টি পুলিশের নজর আড়াল করে এতদূর দিনের আলোতে রোড ফ্যাক্টরি তে ঢুকলো, যদিও ডাম্পারের ড্রাইভার বলছেন দুই থানাতে টাকা দিয়ে আসছেন তাই কেও ধরে নি । জানা যায় দামোদর নদির বালি আর মধুকুণ্ডা থেকে বালি বোঝাই করে প্রতিদিন বহু ডাম্পার আসছে রোড ফ্যাক্টরি তে কিন্তু অত্যাধিক বালি চিপস এলেও সরকারি নিয়ম কে তোয়াক্কা না করে এভাবেই চলছে প্রতিদিন বালি সরবরাহ, জানাযায় যিনি রোড এর কন্ডাক্টর তার উপর মহল পর্যন্ত হাত তাই ওভার লোড বালি চিপস এলেও পুলিশ কিছুই করতে পারবে না বলেন জৈনক রোড ফ্যাক্টরির এক কর্মচারী বলেন ( যদিও নাম বলতে চাননি ) । যদিও রোড ফ্যাক্টরির যিনি দায়িত্বে আছেন অরিন্দম বাবু, তাকে এব্যাপারে প্রশ্ন করলে কিছু বলতে চাননি, এবং ক্যামেরা থেকে নিজেকে আড়াল করে নেন।

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ্যে রঘুনাথপুরের পুলিশ সার্কেল ইন্সপেক্টর সুজিত পতি বলেন কিভাবে ওভার লোডেড বালি আসছে সেব্যাপারে নির্দিষ্ঠ খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, কাশিপুর পুলিশ সার্কেল ইন্সপেক্টর পুষ্পেন সরকার বলেন এব্যাপারে খোঁজখবর নিয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আনাড়া থানার ফাঁড়ি ইনচার্জ সুকুমার হোতা বলেন বেআইনি ভাবে অত্যাধিক বালি চিপস ডাম্পার ট্রাক গুলির বিরুধ্যে পুলিশের চলছে চেকিং এবং আগামী দিনে আরও জোরালো ভাবে বেআইনি সরবরাহের বিরুধ্যে নাকা চেকিং করা হবে প্রশ্ন করছেন সাধারণ মানুষ যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারি উন্নয়নে সচ্ছতার একটা ছবি তৈরী করার চেষ্টা করে চলেছেন বিগত কয়েক বছর ধরে সেখানে কি ভাবে রোড কন্ডাক্টর সরকারের ছবি খারাপ করছেন, যেখানে সরকারি ভাবে কড়াকড়ি নির্দেশ দেয়া আছে ওভার লোডেড মাল সরবরাহ করা যাবে না, আর করলে নিয়ম উলঙ্ঘনের ধারায় গাড়ির বিরুধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, কিন্তু সরকারি কাজের কন্ডাক্টর হওয়া সত্বেও কি ভাবে বিনা রয়ালটির কাগজ দেখে ওভার লোডেড বালি গাড়ি ব্যবহৃত হচ্ছে সরকারি রোড সম্প্রসারণের কাজে