124
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 15-05-2023   3:10 PM •      Captured By: আশীষ কুমার দুবে   124

পুরুলিয়া রঘুনাথপুর রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ, শ্রমিকদের আন্দোলনে স্তব্ধ।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-প্রায় দুই মাস ধরে রাজ্য সড়ক রঘুনাথপুর থেকে পুরুলিয়ার কাজ শুরু হয়েছে, জানা যায় শ্রমিকদের কাছ থেকে গত কিন্তু গত কয়েক দিন ধরে শ্রমিক রা বার বার রোড ফ্যাক্টরি কর্তৃপক্ষ কে বলেও কোনো লাভ হয়নি তাই শেষে আন্দোলনে ব্রতী বাধ্য হলেন পাড়া বিধান সভার অন্তৰ্গত লয়াড়া, ঝাপড়া, জবাররা, সাঁকরা প্রায় এলাকার বহু গ্রামের শ্রমিক আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তাদের একটাই দাবি সুদূর বাসীরহাট থেকে আসা শ্রমিকদের অবিলম্বে ফেরত পাঠিয়ে স্থানীয় শ্রমিক দের কাজে নিয়োগ করতে হবে সেই সাথে কন্ডাক্টরের মনমানি চলবে না, ন্যায্য মজুরি শ্রমিকদের দিতে হবে । এদিন শ্রমিকদের সাথে বালি,চিপস সাপ্লায়ার রায়ও আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তারাও দাবি জানাই একজন কন্ডাক্টর এর কাছে বালি চিপস সাপ্লাই নেয়া চলবে না, এলাকার সকল স্থরের সাপ্লাই দের কাছ থেকে বালি চিপস নিতে হবে, জৈনক এক তৃণমূল নেতা বলেন এলাকার এক রুলিং পার্টির নেতা, পার্টির সিম্বল কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় নীজের আধিপত্য বিস্তার করছেন, এবং রেলের শিল্পার ফ্যাক্টরি, রেলের কোচ ওয়াশিং ফ্যাক্টরি থেকে এলাকায় বিভিন্ন জায়গায় একজনই সাপ্লায়াই করছেন আর বাকি সাপ্লায়ার রা বঞ্চিত হচ্ছেন। এনিয়ে পাড়া ব্লকের তৃণমূলে কংগ্রেস পার্টির সভাপতি উমাপদ বাউরী বলেন সবাই যাতে কাজ পায় তারই বাব্যস্থা করবে তৃণমূল কংগ্রেস এবং তিন আরও বলেন পার্টির সিম্বল কে যারা ব্যবসায় পরিণত করছেন তাদের বিরুধ্যে দল ব্যবস্থা নেবেন ।

প্রশ্ন করছেন সাধারণ মানুষ যে আনাড়া শিল্পার ফ্যাক্টরি তে জোর পূর্বক কম টাকায় শ্রমিক দের কাজ করানো হচ্ছে তাতে শ্রমিক দের আঁচ সেখানে যে তা বলাই বাহুল্য। জৈনক শ্রমিম বলেন শ্রমিক দের আন্দোলন সর্বস্তরে চলবে এবং দাবি যতক্ষণ না পুরান হবে ততক্ষন আন্দোলন চলবে । এদিন এলাকার শ্রমিক নেতা অভিজিৎ দেওঘরিয়া, শান্তনু মুখার্জী, মনরঞ্জন মুখার্জী র নেতৃত্বে চলে বৃহত্তর শ্রমিক আন্দোলন এবং তারা বলেন আগামী দিনে শ্রমিক দের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় শ্রমিকদের নিয়ে আন্দোলন হবে । তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা অভিজিৎ দেওঘরিয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে ভাবে শ্রমিকদের পাশে থাকেন, শ্রমিক কথা চিন্তা করেন তা আমরা সবাই জানি তাই মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমরা শ্রমিকদের পাশে সবসময় আছি ।