106
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 25-05-2023   10:31 AM •      Captured By: আশীষ কুমার দুবে   106

জনজোয়ার কর্মসূচির প্রথম দিনে পুরুলিয়ায় জনতার জোয়ার।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-পুরুলিয়া জেলার জনজোয়ার কর্মসূচির প্রথম দিনে দেখা গেলো তৃণমূল কর্মীদের মধ্যে একটা উৎসবের রব, এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী বাঁকুড়ার ছাতনা হয়ে কাশিপুরে প্রবেশ করেন পুরুলিয়া জেলায় তার পর রেল শহর আদ্রা হয়ে রঘুনাথপুর, আনাড়া হয়ে পুরুলিয়া শহরে প্রবেশ করেন এবং সেখানে দলীয় কর্মীদের উদ্যেশে দেন বার্তা । যদিও এদিনের পুরুলিয়া সফর অক্সিজেন দিলো তৃণমূল কর্মকর্তাদের, গত পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলার ফলাফল ভালো হয়নি তৃণমূল কংগ্রেসের সেই ধারাবাহিক ২০২১ সালের বিধান সভা ভোটে দেখা গিয়েছিলো তার পর কর্মীদের ভেঙে যাওয়া মনোবল কিছুটা ফিরে এলেও গত বিধান সভায় মমতা ব্যানার্জী আবার স্বমহিমায় ফিরে আসায় কিন্তু ছিল না তাতে জোয়ার আর অভিষেক ব্যানার্জীর জনজোয়ার কর্মসূচির মাধ্যমে একটা আকাশ ছোঁয়া যেমন উচ্ছাস দেখা গেলো প্রথম দিনে ঠিক তেমনি কর্মীরা যে পঞ্চায়েত ভোটের আগে অনেকটা অক্সিজেন পেলো তা বলাবাহুল্য । তবে প্রথম দিনে পুরুলিয়া কাশিপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, আনাড়া তে রেলির মাধ্যমে উপচে পড়া ভিড় দেখা গেলো রেলিতে, তবে জেলার প্রথম দিনের চারটি রেলিতে যে ভাবে তৃণমূল কর্মীদের ভিড় দেখা গেলো তাতে আগামী পঞ্চায়েত ভোটে একটা ভালো সংকেত তৃণমূল কর্মীদের মধ্যে তা বলা যায় ।

যদিও এদিনের ভিড়ের নিরিখে অনেকটা টেক্কা দিলো পাড়া বিধান সভার অন্তর্গত আনাড়া রেল শহরের রেলি কারণ সূত্র মারফত জানা যায় গত বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল পাড়া বিধান সভায় তার পর নেতা কর্মীদের মধ্যে যে উদ্যাম তা যেন মূর্ছা পড়া কাঁচের মতো ছিল কিন্তু এদিনের রেলি যেন সব রেলিকে ছাপিয়ে গেলো আনাড়ার রেলি, যদিও আগামী পঞ্চায়েতে বোঝা যাবে অভিষেক ব্যানার্জীর জনজোয়ার কতটা ক্ষত বিক্ষত করলো বিরোধীদের শক্ত ঘাঁটিকে । পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন মানুষ ভুল বুঝতে পেরে আবার মমতা ব্যানার্জীর উন্নয়নের যোগ্যে সামিল হচ্ছেন তাই জনজোয়ার কর্মসূচির প্রথম দিনে হাউসফুল পুরুলিয়া । জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং বরিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ মাহাতো বলেন যুবদের তথা আমাদের নয়নেরমনি অভিষেক ব্যানার্জীর জনজোয়ার কর্মসূচির মাধ্যমে বাংলায় তথা সারা দেশে একটা ইতিহাস তৈরী হবে, যে ভাবে মানুষের ঢল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তা যেন বিরোধী দল গুলির নৌকার পাল কে তছনছ করে দিচ্ছে । পাড়া বিধান সভার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা পাড়া পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ জয়মল ভট্টাচার্য বলেন যে ভাবে মানুষের ঢল উপচে পড়লো পুরুলিয়া জেলায় অভিষেক ব্যানার্জীর জনজোয়ার কর্মসূচিতে এবং তা অনেক কিছুর জবাব দিয়ে গেলো আগত পঞ্চায়েত ভোটে ।

জানা যায় ২০১৮ সালে যখন তাসের ঘরের মতো বাঘাবাঘা তৃণমূল নেতা হেরে ভূত হয়েছে পাড়া পঞ্চায়েত ভোটে তখন একমাত্র শিরদাঁড়া হয়ে লড়াই করে পঞ্চায়েত সমিতির ভোটে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি তাই পাড়া ব্লকের তৃণমূল কর্মীদের কাছে তিনি আজও একজন সত্যিকারের সৌনিক বলেন এলাকার তৃণমূল কর্মীরা পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন দলের কান্ডারি অভিষেক ব্যানার্জীর সভা হোক কি রেলি, সারা রাজ্যে জূড়ে সমুদ্রে যেমন উত্তাল হয় ঠিক তেমনি জনজোয়ার কর্মসূচির মাধ্যমে তৃণমূল কর্মীরাও যেন সমুদ্রের জোয়ার থেকে আরও জোয়ারের দিকে উত্তাল হচ্ছেন এদিনের জনউচ্ছাসের জন্য পাড়া বিধান সভার মানুষ কে তিনি ধন্যাবাদ জানান যদিও বহু মানুষ রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও অনেকে এক ঝলক দেখা থেকে বঞ্চিত হন, কারণ আনাড়ার রেলির পর প্রায় পঁচিশ কিলোমিটার পুরুলিয়া পর্যন্ত, রাস্তার উপর অনেকে দাঁড়িয়ে ছিলেন এক ঝলক অভিষেক ব্যানার্জী কে দেখার জন্য কিন্তু তা পূরণ হয়নি এদিন প্রশ্ন উঠছে জেলা পুলিশ প্রশাসন কে নিয়েও কারণ সাংবাদিকদের জন্য নির্দিষ্ঠ কোনো পরিকল্পনা না থাকায় বহু সাংবাদিকের হুড়োহুড়ি তে আঘাত লাগে আবার অভিষেক ব্যানার্জী গাড়ি থেকে বহু দূরে সাংবাদিক দের রাখা হয় যার ফলে অনেকে গুরুপূর্ণ তথ্য সংগ্রহ করতে বাধা পান তাই সাংবাদিকদের প্রশ্ন কেন নির্দিষ্ট পরিকল্পনা করা হয়নি সাংবাদিকদের জন্য