59
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 26-05-2023   4:24 PM •      Captured By: আশীষ কুমার দুবে   59

হুটমুড়ার জনসভায় হুঙ্কার দিয়ে বান্দোয়ানে জনতার জোয়ারে খেলেন পকোড়া।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-তৃণমূলে নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিনে পুরুলিয়ার হুটমুড়া ময়দানে জনসভা করলেন অভিষেক ব্যানার্জী সেই সঙ্গে জনসংযোগ রেলিও করলেন জেলার শেষ প্রান্ত বান্দোয়ানে। এদিন বিকাল ঠিক চারটার সময় মঞ্চে এসে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জী যদিও সেই ঝড় বৃষ্টি নামে কিছুক্ষনের জন্য কিন্তু সেই ঝড় বৃষ্টির মধ্যে মানুষের উৎসাহ আবেগ ছিল তরতাজা, আর যাকে দেখতে মানুষের হয়েছিল সেই অভিষেক ব্যানার্জিও ঝড় বৃষ্টির মধ্যেও হুঙ্কার দেন বিরোধী দল গুলিকে। এদিন তিনি বলেন রামের নামে, ধর্মের নামে, রাম মন্দিরের নামে, জাতীয় স্বার্থে পুরুলিয়ার মানুষ ভোট দিয়ো ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে কিন্তু কেও অধিকারের জন্য ভোট দেয়নি ।

তিনি আরও বলেন যেখানে পেট্রল ছিল পঞ্চাশ টাকা, কেরোসিন তেল ছিল কুড়ি টাকা, সরিষার তেল ছিল একশো টাকা আজ সেগুলোর দাম আকাশ ছোঁয়া, তিনি কাজের নিরিখে পুরুলিয়ার জেলার বি জে পি পার্টির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি কি কাজ করেছে পুরুলিয়া জেলায় আর সাংসদ কি করেছেন তার আম্নে সামনে মুখে মুখী বসে মূল্যায়ন করার জন্য । তিনি বলেন পুরুলিয়া জেলার মানুষের তিনি অনেক ভালোবাসা পেয়েছেন তাই আগামী পঞ্চায়েত ও এম পি ভোটে পুরুলিয়াবাসীর সমর্থন চাইলেন । এদিন জনসভা শেষ করার পর তিনি রেলি করেন পুরুলিয়া জেলার পুঞ্চা, বান্দোয়ানে এবং বান্দোয়ানে জনবহুল মার্কেটে দাঁড়িয়ে এলাকার অভিযোগ ও কি কি কাজ হয়েছে তার সমিখ্যা করেন এলাকার জনসাধারণ এর মাধ্যমে, একটি ফাস্টফুড দোকানে পুরুলিয়ার পেয়াজের পকড়া ও চা খান এবং এলাকার সমস্যা গুলির দ্রুত সমাধান করার আশ্বাস দেন ।।