183
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 30-05-2023   4:09 PM •      Captured By: আশীষ কুমার দুবে   183

আনাড়া পাটিল গ্রুপের শিল্পার ফ্যাক্টরিতে চলছে জিএম হর্ষবর্ধনের এক একনায়কতন্ত্র।

আশিষ কুমার দুবে:-পুরুলিয়া :-একটা সময় আনাড়া শিল্পার ফ্যাক্টরির সামনে ছিল সবুজ অভয়ারণ্য কিন্তু গত কয়েক মাসে সেই অভয়ারণ্য প্রায় শেষের দিকে, এলাকার পথ চলতি মানুষের অভিযোগ শিল্পার ফ্যাক্টরির জন্য মানুষ যাতায়াত করতে পারে না, আবার রেলের কাছে পাটিল গ্রুপ জে জমি লিজে নিয়েছেন তার থেকে বহু জমি দখল করে চলছে ফ্যাক্টরির কাজ, যে রাস্তার উপর প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন আজ সেই রাস্তা দিয়ে যেতে অনেকে ভয় পান তার কারণ রাস্তার উপর চলতে থাকা জে সি বি, ট্রাক, ভিন্ন লোড জাতীয় গাড়ির কারণে আজ বেহাল অবস্থা,রানীপুর গেট থেকে রাজ্য সড়কে জে খানে মিলিত হচ্ছে রোড টি সেই রোডের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, যে রোড টি কয়েক মাস আগে নতুন করে বানাও হয়েছে রাজ্য সরকারের তরফে সেই রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, অথচ শিল্পার ফ্যাক্টরির পাটিল শুধু গ্রুপ জনহিতকর কাজ গুলি থেকে মুখফিরিয়ে আছেন। অথচ সরকারি সি এস আর এর নিয়ম অনুসারে প্রতি বছর যে কোনো ফ্যাক্টরি কে এলাকার রাস্তা, আলো, জল বিভিন্ন স্কিমে খরচ করতে তারা বাধ্য কিন্তু কিছুই হয়নি কাজ । জানা যায় রেলের জমি দখল করে একটি সিমেন্ট গোডাউন করছিলেন জি এম হর্ষবর্ধন তেওয়ারি কিন্তু জানাজানি হওয়ার পর রেল কর্তৃপখ্য কাজ বন্ধ করে দেন ।

রেল কার্তিপখ্যের কথায় যে ভাবে রেলের জমি বেআইনি ভাবে দখল করে ফ্যাক্টরির সীমানা বাড়াচ্ছে তা রেলের উর্ধতন কর্তৃপখ্য কে জানানো হয়েছে এবং আদেশ এলেই সব বেআইনির বিরুধ্যে ব্যবস্থা নেয়া হবে । এলাকার মানুষের কথায় যখন থেকে নতুন জেনারেল ম্যানেজার হর্ষবর্ধন তেওয়ারি এসেছেন তার পর থেকে শুরু হয়েছে বেআইনি কর্মকাণ্ড, এলাকার মানুষের প্রশ্ন কি ভাবে গাছ কেটে শিল্পার রাখা হচ্ছে জঙ্গলে, রেল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না. তার উপর দিনের পর দিন কমিশন ভিত্তিক কন্ডাক্টরদের মাধ্যমে ন্যায্য বেতন থেকে বঞ্চিত করছেন নতুন জেনারেল ম্যানেজার. জানা যায় জি এম শ্রমিক কন্ডাক্টর থেকে, বালি চিপস সাপ্লায়ার দের সাথে সেটিং হয়ে একনায়কতন্ত্র কায়েম করছেন আনাড়া শিল্পার ফ্যাক্টরি তে বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা ।কয়েক মাস আগে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক উনিয়নের পক্ষ্যে সভা করা হয়েছিল ফ্যাক্টরির বিপরীত মাঠে এবং শ্রমিক দের ন্যায্য বেতন, শ্রমিক কন্ডাক্টরি দূরীকরণ ও রাস্তার মেরামতের জন্য ডেপুটেশন দেয়া হয় এবং সেদিন জেলার তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন শিল্পার ফ্যাক্টরি কর্তৃপক্ষ কে কিন্তু তবুও জেনারেল ম্যানেজার এর টনক নড়েনি. শ্রমিক দের দাবি পুরোটাই সেটিং প্রথায় চলছে শিল্পার ফ্যাক্টরি।।