338
thumb Captured By: বিশেষ সংবাদদাতা
              • 03-06-2023   09:34 AM •      Captured By: বিশেষ সংবাদদাতা   338

আবার বড়সড় ভারতীয় রেলে দুর্ঘটনা, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিশেষ সংবাদদাতা:-আনন্দ বাংলা ডেস্ক:- সূত্রের খবর বালেশ্বর এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । করমন্ডল এক্সপ্রেস এর সাথে যশবন্ত পুর হাওড়া একপ্রেসের সংঘর্ষ । শালিমার থেকে চেন্নাই এর উদ্দেশ্যে যাচ্ছিল করমন্ডল এক্সপ্রেস ।

বাংলার বহু মানুষ এই ট্রেনে ছিলেন। মৃত্যুর সংখ্যা বাড়ছে ,আহত শতাধিক ।রেল সুত্রে জানা গেছে, চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস গতকাল সন্ধ্যা 6টা 51 মিনিট নাগাদ একই লাইনে চলে আসা একটি মালগাড়িতে গিয়ে প্রথমে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে সেটি ইঞ্জিনের পর থেকে স্লিপার ক্লাস, প্যানেন্ট্রি কার সহ একাধিক কামরা লাইনচ্যুত হয়।

বেলাইন হওয়া কামরাগুলি পাশের লাইনে গিয়ে পরে সেইসময় ওই লাইনে হাওড়ামুখী যশবন্তপুর এক্সপ্রেসে ধাক্কা লেগে সেটির’ও কয়েকটি বগি লাইনচ্যুত হয় একই সাথে 3টি ট্রেনের সংঘর্ষ আজ সকালে দুর্ঘটনা স্থল থেকে মৃতর সংখ্যা লাফিয়ে বাড়ছে এখনো অব্দি 235 ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে গতসন্ধ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা 235 ছাড়িয়েছে আহতের সংখ্যা 900-র বেশী ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলেছে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF এবং ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনী-ODRF, ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে হাওড়া হেল্পলাইন নম্বর 033 26382217 খড্গপুর হেল্পলাইনে 033 8972073925 /9332392339এই নম্বরে ফোন করতে পারেন এছাড়াও বালেশ্বরে 8249591559/ 7978418322 এই নম্বরেও ফোন করতে পারেন সহায়তার জন্য এছাড়াও 9903370746এই নম্বরে ফোন করতে পারেন সহায়তার জন্য এছাড়াও সাঁতরাগাছির হেল্প ডেস্কের নম্বরগুলি হল- 8109289460/8340649469 বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা গুরুতর জখমদের জন্য 2 লক্ষ টাকা