196
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 11-08-2023   10:41 AM •      Captured By: আশীষ কুমার দুবে   196

পুরুলিয়া জেলার বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত গঠন

আশিষ কুমার দুবে:---পুরুলিয়া:-আজ পুরুলিয়া জেলা জূড়ে আবার সবুজ আবির উড়লো, এদিন জেলার কুড়ি টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গঠন হয় । তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেস কে, তাই তিনি জেলার প্রত্যেক টি তৃণমূল পরিচালিত প্রধান, উপপ্রধান ও মেম্বার দের মানুষের সেবায় নিজেদের কে সর্বক্ষণ নিয়োজিত হওয়ার কথা বলেন এবং তিনি আরও বলেন আগামী দিনে পুরুলিয়া জেলা আর উন্নতির শিখরে বিরাজমান করবে মমতা ব্যানার্জীর উন্নতির প্রবাহে। এদিন জেলার কুড়ি টি ব্লকের সাথে পাড়া ব্লকে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া হয় এবং ব্লকের ছয় টি অঞ্চলে শান্তিতে প্রধান ও উপপ্রধান গঠন হয় প্রক্রিয়া সম্পন্য হয় ।

এদিন পাড়া ব্লকের অন্তর্গত উদয়পুর, আনাড়া, ঝাপড়া জবড়রা -2, নডিহা, ভাওঁরুডি অঞ্চলে পঞ্চায়েত গঠন হয় যদিও ব্লকের দশ টি অঞ্চলের মধ্যে নয় টি পঞ্চায়েত একক সংখ্যা গরিষ্ঠ পেয়েছিলো রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস এবং একটি ত্রিসংক্ষু হলেও তৃণমূল কংগ্রেস আশাবাদী বোর্ড গঠন করার ব্যাপারে । এদিন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস দলের কান্ডারি উমাপদ বাউরী বলেন ২০১৮ সালে যে ভাবে একতরফা নয় টি অঞ্চল বিজেপি দখল করেছিল এবং মানুষ যাদের ভোট দিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছিল উন্নয়ন করতে কিন্তু উন্নয়ন এর পরিবর্তে নেতারা ফুলে ফেঁপে উঠেছে অথচ হয়নি কোনো উন্নয়ন। তিনি আরও বলেন মানুষ পুনরায় ২০২৩ সালের পঞ্চায়েতে ভোটে উচিত শিক্ষা দিয়েছেন তাই পুরুলিয়া জেলার সর্বত্রে যে ভাবে সবুজ আবিরে রঙ্গিন হয়েছে তেমনি পাড়া ব্লকেও মমতা ব্যানার্জীর আশীর্বাদ প্রাপ্য প্রার্থীদের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, যেখানে ব্লকের তিনটি জেলা পরিষদ এবং দুটি পঞ্চায়েত সমিতি বিরোধী রা পেলেও বাকি সবগুলি তৃণমূল কংগ্রেস পেয়েছে । এদিন তিনি ছয় টি অঞ্চলের প্রধান কে মানুষের কাজে ব্রতী হওয়ার কথা বলেন ও আগামী দিনে পাড়া ব্লকের পঞ্চায়েত গুলি যাতে কাজের নিরিখে শ্রেষ্ঠতার শ্রীরপা পায় সেই ভাবে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক প্রকল্প গুলি কে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ।

তিনি ব্লকের সমগ্র স্থরের মানুষ কে আশস্ত্য করেন যে পঞ্চায়েত আপনাদের পাশে সবসময় পাশে থাকবে এবং নতুন নবজোয়ারে পঞ্চায়েত বৃহত্তর থেকে বৃহত্তর কাজ করবে মানুষের কল্যানে ব্লকের তৃণমূল কর্মীদের কাছে জানা যায় কয়েক মাস হয়েছে পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের চেহেরা পাল্টে দিয়েছেন বর্তমান পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উমাপদ বাউরী এবং দক্ষ নেতৃত্বের সাথে দল কে আরও সংগঠিত করে এক নতুন রূপ দিয়েছেন তৃণমূল কর্মীদের এদিন দীর্ঘ দশ বছর পর একক সংখ্যা গরিষ্ঠ পেয়ে প্রধান গঠন করলো জে জে -১ পঞ্চায়েত তৃণমূল পার্টির পক্ষ্যে, জানা যায় তৃণমূল কংগ্রেস রাজ্যে আসার পর পর প্রথমবার বার পাড়া বিধান সভার অন্তর্গত জে জে -১ পঞ্চায়েতে ১৪ টি গ্রামসভার মধ্যে ১১ টি পেয়ে প্রধান গঠন করলো তৃণমূল কংগ্রেস দল এবং এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে প্রধান নির্বাচিত হন জবড়রা বুথ থেকে বিজয়ী ইতু মুখার্জী ও ঝাপড়া বুথ থেকে বিজয়ী জিতেন চার উপপ্রধান নির্বাচিত হন এদিন নীজের গ্রামের প্রধান পেয়ে জবড়রা গ্রামে খুশিতে মেতে উঠেন গ্রামের প্রতিবেশীরা যদিও প্রধান হয়ে ইতু মুখার্জী বলেন জে জে -১ পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি মানুষের আশীর্বাদে আমি প্রধান হয়েছি এবং এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে পঞ্চায়েতে উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন