307
thumb Captured By: আশীষ কুমার ব্যানার্জি
              • 02-10-2023   8:25 PM •      Captured By: আশীষ কুমার ব্যানার্জি   307

সাড়ম্ভরে গান্ধী জয়ন্তী ও শিক্ষক দিবস একত্রে পালন করলেন বর্ধমানের ক্রিয়েট আর্ট একাডেমী।

আশিষ কুমার ব্যানার্জি:- বর্ধমান:-বর্ধমানের আঁকড় বাগানে আজ গান্ধী জয়ন্তী ও শিক্ষক দিবস উপলক্ষে ক্রিয়েট আর্ট একাডেমির পক্ষ থেকে একাডেমির কচিকাচা দের নিয়ে একটি অনুষ্ঠান পালন করেন। একাডেমির সমস্ত সকল ছাত্র ছাত্রী কবিতা আবৃত্তি নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানের মহল আলোড়িত করে তোলে, এ ছাড়া এই দিন যারা যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই সব ছাত্র ছাত্রী দের দুটি বিভাগে পুরস্কার বিতরণ করেন। ছোট ও বড় দের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট 6জনের হতে ট্রফি তুলেদেন বিজয়ী দের হাতে, এছাড়া বর্ধমান আঁকড় বাগান এলাকার বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রী দের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

একাডেমির কর্নধার ঐন্দ্রিলা মণ্ডল নায়েক (সোহিনী) জানান আমাদের একাডেমির বয়স তিন বছর হল আমি গর্বিত আজ এই সকল ছাত্র ছাত্রী দের নিয়ে এই অনুষ্ঠান করতে পারায়। আমাকে প্রতেক অভিভাবকগণ এই অনুষ্ঠানটি করার জন্য অনেক সহযোগিতা করেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আরো ভালো করে করার। অভিভাবকরা একাডেমির কর্নধার ঐন্দ্রিলা মণ্ডল নায়েক কে বাহবা দেন। এখানে উদ্বোধনী সঙ্গীত তিয়াসা , নৃত্য - ইভান, রিমঝিম, সিগ্ধা,আরোহী,দেবাঞ্জলি।

আবৃত্তি:- শৈলেশ্বরী,অরিজিৎ,অঙ্কন,সৌম্য,ইভান, কৌনিশ, সৌরিক,গান:- আরাধ্যা রা মিলে সবার মন মাতিয়ে তোলে