41
thumb Captured By: বিশেষ সংবাদদাতা
              • 03-10-2023   9:10 PM •      Captured By: বিশেষ সংবাদদাতা   41

সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩”

বিশেষ সংবাদদাতা:- দুর্গাপুর:-ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় “সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩”  গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখে দুর্গাপুরের সেন্ট মাইকেলস গোল্ডেন জুবিলি মাল্টিপারপাস হলে আয়োজিত হল। এই প্রতিযোগীতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার মোট প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশন  এর চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৯ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৭ টি পদক (৯ টি সোনা, ৭ টি রুপো এবং ১ টি ব্রোন্জ) জয়লাভ করে ।

   উল্লেখ্য, ঈশানী গুপ্তা ও লগ্নজিতা খাঁ কাতা ও কুমিতে বিভাগে ২টি করে সোনা ; অয়নতিকা সাহা, শ্রেয়সী ঘোষ ও চৈতালি গুইন ১টি করে সোনা ও রুপো ; সম্প্রীতি সেনগুপ্তা ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ ; অঞ্জনাভ সাধু ১টি সোনা ; এবং চন্দ্রিমা চক্তবর্তী ও সোহন মুখার্জী ২টি করে রুপো জয়লাভ করেছে।।