93
thumb Captured By: বিশেষ সংবাদদাতা
              • 12-10-2023   10:28 PM •      Captured By: বিশেষ সংবাদদাতা   93

৫ম পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩"

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে ও পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় "৫ম পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩" গত ৮ই অক্টোবর, ২০২৩ তারিখে বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। বর্ধমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও সম্মানীয় অতিথিবৃন্দদের মধ্যে বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল এবং বাস্কেটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বনবিহারী যশ এবং দিল্লী পাবলিক স্কুল বর্ধমানের প্রিনসিপাল অরবিন্দ কুমার উপস্থিত ছিলেন।

পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, "বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা ও কাটোয়া মোট ১৬০ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা এবং কোবুডো মিলিয়ে মোট ৪২ টি বিভাগে এই জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।" সংস্থার সভাপতি সেনসেই অমিত পোদ্দার জানান, "এই প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল বেশী। পদক তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান উত্তর এবং রানার্স হয়েছে বর্ধমান দক্ষিণ।" এছাড়া, প্রত্যেকটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পদক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।