11
thumb Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
              • 29-04-2024   1:30 PM •      Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী   11

আহত হনুমানকে কেন্দ্র করে চাঞ্চল্য মঙ্গলকোটে.

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:-আনন্দ বাংলা ডেস্ক:- ২৭ শে এপ্রিল একটি আহত হনুমানকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো পশ্চিম মঙ্গলকোটের গণপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সকাল ৮ টা নাগাদ একটি আহত হনুমান হাজির হয় গ্রামের বাসিন্দা ডলি মুখার্জ্জীর বাড়িতে। সাংসারিক কাজে ব্যস্ত ডলি দেবী অনুভব করেন কেউ তার পোশাক ধরে টানছে।

মুখ ঘুরে তাকিয়ে দেখেন একটি হনুমান। হঠাৎ হনুমান দেখে ঘাবড়ে গিয়ে আত্মরক্ষার তাগিদে ডলি দেবী হাতের বালতি নিয়ে হনুমানটির দিকে তাক করলে সেটি মানুষের মত দু'হাত তুলে বলতে চায় তাকে যেন আঘাত করা নাহয়। ডলি দেবী বুঝতে পারেন হনুমানটি আহত। তার মাথার বামদিকে একটি আঘাতের চিহ্ন দেখতে পান।

তার নড়াচড়ার ক্ষমতা ছিলনা সঙ্গে সঙ্গে তিনি হনুমানটির পরিচর্যা শুরু করেন তাকে পানীয় জল খাওয়ান হাতে তুলে দেন আলু ও কলা খাবার খাওয়ার কিছুক্ষণ পর হনুমানটি সুস্থ বোধ করে এদিকে খবর দেওয়া হয় গুসকরা বনদপ্তরে খবর পেয়েই দ্রুত তারা ঘটনাস্থলে এসে আহত হনুমানটি উদ্ধার করে নিয়ে যায় আপাতত হনুমানটির প্রাথমিক চিকিৎসা করে তাকে নজরে রাখা হয়েছে ডলি দেবী বলেন - প্রথমটায় আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম যখন বুঝতে পারি হনুমানটি আহত তার পরিচর্যা শুরু করি হনুমানটির দুর্বলতা দেখে মনে হচ্ছে সে কয়েকদিন ধরে অভুক্ত ছিল বাড়িতে দেওর ছিল সে সঙ্গে সঙ্গে গুসকরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমি চাই অবলা প্রাণীটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে ডলি দেবীর ভূয়সী প্রশংসা করে গুসকরা বনদপ্তরের আধিকারিক সমীরণ মুখার্জ্জী বললেন - এইসব অবলা প্রাণীদের প্রতি আমরা যদি একটু সহানুভূতিশীল হই তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সাধারণ মানুষের কাছে তার আবেদন বন্যপ্রাণীদের আঘাত না করে বনদপ্তরে খবর দেওয়া হলে অবশ্যই তারা সেটি উদ্ধার করবে কথা হচ্ছিল দত্তপুকুরের পশুপ্রেমী কলেজ ছাত্রী অদিতি গায়েনের সঙ্গে সে বলল - একটি অসুস্থ বন্যপ্রাণীর পরিচর্যার জন্য যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছে সেটা সত্যিই প্রশংসনীয় বনদপ্তরকেও ধন্যবাদ প্রসঙ্গত অদিতির সৌজন্যে ইতিমধ্যে স্থানীয় এলাকায় অসংখ্য সাপ ও বন্যপ্রাণী তাদের জীবন ফিরে পেয়েছে রাইপুরে পানীয় জলের এটিএম বিকল - গরমে ভোগান্তি সৌমিলি মন্ডল ,বাঁকুড়া:- রাইপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পথ চলতি মানুষ, বাস যাত্রী ও স্থানীয় মানুষদের কথা ভেবে কয়েক বছর আগে বাঁকুড়ার জঙ্গল মহলের রাইপুর সবুজ বাজারে যাত্রী প্রতীক্ষালয়ে সামনে একটি স্বচ্ছ ও ঠান্ডা পানীয় জলের এটিএম কাউন্টার উদ্বোধন করা হয় খরচ হয় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দীর্ঘদিন ধরে সেটি খারাপ হয়ে পড়ে থাকায় এলাকার মানুষ এই এটিএম কাউন্টার থেকে পানীয় জল পরিষেবা পাচ্ছেনা তীব্র দাবদাহে সাধারণ মানুষ নাজেহাল এটিএমটি খারাপ থাকায় দোকান থেকে চড়া দাম দিয়ে ঠান্ডা পানীয় জল কিনতে হচ্ছে স্থানীয় বাসিন্দা মণিশংকর দত্ত বলেন- সরকারের সদ ইচ্ছাকে ইচ্ছাকৃতভাবে কিছু বদ মানসিকতার মানুষ ধ্বংস করে দিচ্ছে বর্তমানে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে এটিএম থেকে এলাকার মানুষ কম খরচে একট… দুর্গাপুরে অনুষ্ঠিত হলো 'র‍্যাম্প শো' সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, দুর্গাপুর-: দীর্ঘদিন ধরে ওদেরও অবচেতন মনে ইচ্ছে ছিল ওরাও একদিন হাজার হাজার দর্শকদের সামনে র‍্যাম্পে হাঁটবে, নিজেদের দক্ষতা প্রদর্শন করবে যেহেতু নিজেদের এলাকায় এধরণের কোনো অনুষ্ঠান হয়না তাই টিভির সামনে বসে র‍্যাম্প শো দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া ওদের অন্য কোনো পথ ছিলনা অবশেষে বছর তিনেক আগে ওদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট সংগঠক অনুপ্রিয় মুখার্জ্জী মূলত তারই সক্রিয় উদ্যোগে দুর্গাপুরের বুকে শুরু হয় র‍্যাম্প শো দুর্গাপুর সোসাইটি অফ ম্যানাজেমেণ্ট সাইন্স এর উদ্যোগে এবং এম-৩ ইভেন্টস এণ্ড প্রমোশনস্ এর সহযোগিতায় গত ২৭ শে এপ্রিল বিধাননগরে সংস্থার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত হয় 'র‍্যাম্প শো'-'বং কানেকশন সিজন -৪' সম্পূর্ণ বাঙ্গালীয়ানা প্রধানত দুর্গাপুরের ছেলেমেয়েদের জন্য … সন্তানের জন্মদিনে অতিথিদের হাতে তুলে দিলেন চারাগাছ জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান আবহাওয়াবিদদের সতর্ক বার্তা উপেক্ষা করে পেশাগত কাজে গুসকরা পুরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা দেবরাজ মিত্রকে নিয়মিত বাড়ির বাইরে যেতে হয় বর্তমান তাপপ্রবাহ কীভাবে মানুষের জীবনযাত্রার পথে বাধা সৃষ্টি করে চলেছে সেই সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল কোন উপায়ে এই দুঃসহ পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে তাও তিনি শুনেছেন সেখানেই তিনি থেমে থাকেননি নিজের সাধ্যমতো শোনা কথার বাস্তব প্রয়োগ করার চেষ্টা করেছেন গত ২৮ শে এপ্রিল পুত্র দেবজিৎ এর পঞ্চম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন মিত্র দম্পতি দেবরাজ ও পূজা তারা সিদ্ধান্ত নেন অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেবেন একটি করে চারাগাছ সিদ্ধান্ত অনুযায়ী তারা একে একে প্রায় ৪০ জন…