254
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 08-03-2022   8:27 PM •      Captured By: আশীষ কুমার দুবে   254

পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থানার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

আশীষ কুমার দুবে, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মঙ্গলবার মন্দারমণি থানার এই শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার আই.পি.এস মানব সিংলা। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন।

এদিনের এই শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও সাধারণ মানুষরাও রক্তদান করেন। কাঁথির এস.ডি.পি.ও. সোমনাথ সহ, কাঁথির সি.আই. কৃষ্ণেন্দু প্রধান সহ মন্দারমণি থানার ও.সি. অনুষ্কা মাইতি সকলে রক্তদান করেন। কাঁথি সি.আই. কৃষ্ণেন্দু প্রধান বলেন রক্তদান হলো মনুষত্যের একটা বড় গুন, রক্তদানের মাধ্যমে বহু মানুষের জীবন মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। যাদের শরীরে রক্ত দেওয়ার সামর্থ আছে তারা সহজেই রক্ত দিতে পারেন এবং মন্দারমণি থানার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান কৃষ্ণেন্দু বাবু ।