248
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 10-03-2022   10:17 PM •      Captured By: রাজীব মুখার্জি   248

হোলি কা দহন"-রাতে উঠলো নাইট কারফিউয়ের নিষেধাজ্ঞা।

রাজীব মুখার্জি, হাওড়া : হোলির আগের দিন মধ্য রাত্রিতে রাজ্যে নাইট কারফিউ তুলে নিলো রাজ্য সরকার। আজ নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকাতে এমনটাই জানান হয়েছে। পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারী রোগ সংক্রান্ত নিষেধাজ্ঞাকে সামনে রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

এই রাজ্যে ১৮ তারিখ দোলযাত্রা ও হোলির উৎসব পালিত হবে। ঠিক তার আগের রাত ১২টা থেকে ভোর ৫ টা অব্দি "হোলি কা দহন" উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচলের জন্য নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। রাজ্যের কোভিড গ্রাফ এখন নিম্নমুখী। দোলের আগের রাতে বাঙালিদের ন্যাড়া পোড়া ও অবাঙালীদের হোলিকা দহনের মাধ্যমেই পরের দিন দোল ও হোলির উৎসব পালিত হয় গোটা রাজ্যে।

তাই মানুষের আবেগের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণেই কম সংক্রমণের গ্রাফে নিশ্চিত হয়ে রাজ্য সরকারের নাইট কারফিউ তোলার সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর