149
thumb Captured By: শান্তনু সেন শর্মা
              • 11-03-2022   7:29 PM •      Captured By: শান্তনু সেন শর্মা   149

খন্ডবন--সেলফি জোন", ছেলের বিয়েতে অভিনব উদ্যোগ গাছমাস্টারের।

বর্ধমান:-শান্তনু সেন শর্মা-গাছের প্রতি তার অনুরাগের শুরু সেই স্কুল জীবন থেকেই। তখন থেকেই শিক্ষকদের অনুপ্রেরণায় বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রকৃতিকে সবুজে ভরিয়ে তোলার কাজ শুরু। পরবর্তীতে নিজেই যখন পূর্ব বর্ধমানের নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত হন,তখন থেকেই তিনি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে শুরু করেন বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজে ভরিয়ে তোলার বার্তা দিয়ে।

এর পাশাপাশি নিজের বিদ্যালয় সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে নানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ ও ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়ার রেওয়াজ শুরু করেন তিনিই। আর নিজের বিদ্যালয়কে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সাজিয়ে তোলেন সুন্দর করে। সন্তানসম ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদেরও নিজের বাড়ির চারিপাশ সবুজে ভরিয়ে তোলার কাজে ব্রতী করে তোলেন। আর তার এই সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে আসে শিক্ষারত্ন ও জাতীয় শিক্ষকের সম্মান।

তাকে সম্মান জানিয়ে সম্মানিত হয় রাজ্য ও গোটা দেশ তিনি মানে বর্ধমানের কালনা গেট খাঁপুকুর এলাকার বাসিন্দা ইংরাজীর শিক্ষক অরূপ চৌধুরী বর্তমানে যিনি এই জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাকে সবুজে ভরিয়ে তুলতে এগিয়ে নিয়ে চলেছেন খন্ডবন প্রকল্পের কাজ ইতিমধ্যেই ১৮ টি এমন প্রকল্পকে বাস্তবায়িত করে ফেলেছেন তিনি আর এই প্রকল্পের কাজে আমজনতাকে সচেতন করতে এবার নেন এক অভিনব উদ্যোগ ৮ মার্চ নিজের ছেলের বিয়ের রিসেপশনেই বিবাহবাসর প্রাঙ্গণে গড়ে তোলেন খন্ডবন শীর্ষক এক সেলফি জোন যেখানে দাঁড়িয়ে ছবি তোলার ধুম লেগে যায় আগত অতিথিদের মধ্যে আর এখানেই এমন অভিনব উদ্যোগ গ্রহণের সার্থকতা বলে মনে করেন গাছমাস্টার হিসেবে খ্যাত অরূপ চৌধুরী তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচীকে আরও নিবিড়ভাবে গড়ে তোলার লক্ষ্যেই তার এই খন্ডবন প্রকল্প আর এই বিষয়ে মানুষকে আরও বেশি করে আকৃষ্ট করে তোলার লক্ষ্যে ছেলের বিয়েতে এই প্রকল্পের অনুকরণে সেলফি জোন গড়ে তোলা বর্তমান সময়ে আধুনিকতার এক অন্যতম দিক এই সেলফি জোন যেখানে দাঁড়িয়ে নিজেকে মুঠোফোনের ভিতরে বন্দি করা এখন সববয়সীদের কাছেই এক অভিনবত্বের ছোঁয়া আর এই বিয়ে বাড়িতে এসে এমন সুযোগের সদ্ব্যবহার করেন অনেকেই দাঁড়িয়ে পড়েন সেলফি জোনে,আর মুঠোফোনে বন্দি করেন নিজেদের এই অনুষ্ঠান বাড়িতে এসে এমনভাবেই সেলফি তুলতে দেখা গেল জেলা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক মৌলী সান্যালকে তারসঙ্গে ছবি তোলেন অরূপ চৌধুরীর নিজের হাতে গড়া গাছগ্রুপের সদস্যরা মৌলী সান্যাল বলেন, খন্ডবন সম্পর্কে এখানে আগত অতিথিদের সচেতন করার এমন উদ্যোগ সত্যিই অভিনব এর সার্থকতাও যথেষ্ট এমন উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম তিনি বলেন, জেলা পরিষদ এমন ভাবনার পাশে রয়েছে আগত অতিথিদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল রায়চৌধুরী, আইনজীবী সমীর চৌধুরী, চিকিৎসক ডাঃ অভিষেক গুহ,এআই-মাধ্যমিক গোপাল পাল,গাছগ্রুপের সদস্য আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দে, সেখ মিসকিন, অরূপবাবুর পরিবারের সদস্য স্নিগ্ধা সাঁই প্রমুখ এমন উদ্যোগকে মানবতার প্রতীক বলেই অভিহিত করেন আর যাদের বিবাহকে কেন্দ্র করে এমন আয়োজন সেই অরূপ পুত্র সুশোভন চৌধুরী ও পুত্রবধূ মৌ সরকার বলেন, বাবার এই ভাবনা সঞ্চারিত হোক সমাজজীবনে মানুষ ভালোবাসুক প্রকৃতিকে, ভালোবাসুক সবুজকে সেখান থেকেই খুঁজে নিক বেঁচে থাকার রসদ খুঁজে নিক জীবনের গান