146
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 18-03-2022   7:11 PM •      Captured By: রাজীব মুখার্জি   146

আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বোল।" ধর্মীয় রীতি ও আচার মেনে আন্দুল এলাকায় পালিত হলো চাঁচর উৎসব।

রাজীব মুখার্জি:- হাওড়া:- আজ বসন্ত উৎসব। বাঙালির কাছে যা দোলযাত্রা বা হোরি খেলা। আবীরের রঙে মেতে ওঠার দিন।

বসন্তকে স্বাগত জানানোর দিন। তবে দোলের আগের রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় আজও পালিত হয় ন্যাড়া পোড়া বা চাঁচর উৎসব। ঋতুচক্রের নিয়মে বসন্তের শুরুতেই শীতের শুকনো পাতা ঝরে যেতে থাকে। ঝরে যাওয়া শুকনো লতা-পাতা ও জঞ্জাল একত্রে পুড়িয়ে নতুনের সূচনাই হল চাঁচরের মূল লক্ষ্য।

তাই শুকনো খড়কুটো, পাতা; যাকে এক কথায় বলে ‘বুড়ির ঘর’; তা জ্বালিয়েই এই উৎসব পালিত হয় হাওড়ার আন্দুল এলাকায় নিষ্ঠা ও রীতি মেনে পালিত হয় চাঁচর উৎসব এলাকার নিত্যানন্দ প্রভুর মন্দির প্রাঙ্গনে পালিত হয় এই উৎসব চাঁচরের দেড় মাস আগে থেকেই উৎসবের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন তারা চাঁচরের রাতে প্রায় হাজার খানেক মানুষের সমাগমে ধর্মীয় রীতি মেনেই পালিত হয় এই চাঁচর উৎসব এমনটাই জানালেন মন্দির কমিটির ক্যাশিয়ার সুকান্ত দাস তিনি জানান তারা বহু বছর ধরে এই বিশেষ দিনে চাঁচর উৎসব পালন করেন বছরে চারটি বড় উৎসব পালন হয় এই মন্দিরে তার মধ্যে চাঁচর অন্যতম উল্লেখ্য ভারতের বিভিন্ন হিন্দী ভাষী রাজ্যে বহু বছর ধরেই চাঁচরে হোলিকার কুশ পুতুল পোড়ানোর রেওয়াজ চলে আসছে কোনো কোনো পন্ডিতের মতে, হোলিকা দহন উৎসবের সূচনা হয়েছিল পাঞ্জাবের মুলতান অঞ্চলের প্রহ্লাদপুরী মন্দিরে এমনকি আদিম শবর জাতির জীবনচর্যার সঙ্গে যুক্ত ছিল চাঁচর৷ কিন্তু এই প্রথার শুরু হয়েছিল কীভাবে সেই কাহিনীর পৌরাণিক উৎস কিন্তু রয়েছে স্কন্ধ পুরাণে প্রাচীনকালে ঋষি কাশ্যপ ও দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর বেশ দুর্নাম ছিল তাঁদের একমাত্র বোন হোলিকাও তাঁর ভাইদের চেয়ে কিছু কম ছিলেন না হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু নারায়ণ ভক্ত সেই অপরাধে তাকে আগুনে পুড়িয়ে মারবার ফন্দি আঁটেন হোলিকা যদিও সে চেষ্টা বিফলে যায় আগুনের অপপ্রয়োগের ফলে হোলিকা নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যান সেই দিন থেকেই অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলিকা দহন বা চাঁচর বা ন্যাড়া পোড়া পালিত হতে থাকে তবে ইদানীংকালে ন্যাড়াপোড়ার এই রীতি খুব একটা লক্ষ্য করা লা গেলেও সম্প্রতি কয়েক বছর ধরে হাওড়ার বহু স্থানে এই চাঁচর উৎসব পালন বৃদ্ধি পেয়েছে যা চোখে পড়ার মতো