146
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 18-03-2022   9:01 PM •      Captured By: রাজীব মুখার্জি   146

ঘুসুড়ি শ্যাম মন্দির দোল উৎসব। হোলিতে রঙিন হাওড়ার ঘুশুড়ি ধাম।

হাওড়া:- রাজীব মুখার্জি:-দোল যাত্রার দিন প্রতিবছর উত্তর হাওড়া ঘুসুড়ি ধামে আয়োজন করা হয় দোলের উৎসব। তবে বিগত দুই বছর করোনা আবহে বন্ধ ছিল এই অনুষ্ঠান। তাই গোটা দেশের সঙ্গে বাংলাতেও কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় আবারও ঘুসুড়ি ধামের শ্যাম মন্দিরে পালিত হচ্ছে দোল উৎসব।

আজ সকাল থেকে ঘুসুড়ির শ্যাম ধামে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। শ্রীকৃষ্ণের এই মন্দিরে আবির খেলায় মেতে উঠেছেন নারী-পুরুষ নির্বিশেষে৷ উৎসবে সামিল হয়েছিলেন সব বয়সের মানুষ। আজ দোলের দিন সকাল থেকেই উৎসবের মেজাজ ছিল হাওড়া শহর জুড়ে। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আজকে দোলের দিনে বাঙালি ও অবাঙালি সম্প্রদায়ের এই উৎসবের পড়তে পড়তে রয়েছে কিন্তু সাবেকি শান্তিনিকেতনের ছোঁয়া তাই দোলের উৎসবে বাঙালি ছাড়াও বহু অবাঙালিরাও অংশগ্রহণ করেছেন এই উৎসব উপলক্ষে শুধু এলাকার মানুষ নয় দূর-দূরান্ত থেকে মানুষ উপস্থিত হন এখানে দোল উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন করা হয় এদিন প্রতি বছরের মতো এবারেও সাড়ম্বরে হোলি পালিত হলো হাওড়ার লিলুয়ার ঘুসুড়ি ধামে