111
thumb Captured By: নিজস্ব সংবাদদাতা
              • 20-03-2022   5:49 PM •      Captured By: নিজস্ব সংবাদদাতা   111

দিলীপ ও জুন কে সামনে রেখে পদ্ম আর ঘাসফুল থেকে একসাথে উঠল জয় শ্রীরাম ও জয় বাংলা শ্লোগান সরগরম হল মেদিনীপুর স্টেশন।

নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর:-জয় শ্রীরাম ও জয় বাংলা শ্লোগানে সরগরম হল মেদিনীপুর স্টেশন। সৌজন্যতা বোধের রাজনীতির পক্ষেই মন্তব্য করলেন সাংসদ, বিধায়ক দুজনেই। দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম স্টেশন মেদিনীপুরের দ্বিতীয় ফুট ওভারব্রিজের উদ্বোধনে এলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।

এদিন তিনি রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ফুট ওভার ব্রিজের উদ্বোধন করেন। প্রসঙ্গক্রমে বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে রেল স্টেশনে বহুদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি উঠেছিল।কারণ এই স্টেশন দিয়ে 19 জোড়া এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে 16 জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে যাত্রীদের নিয়ে।এই অবস্থায় একটি ফুট ব্রিজের উপর চাপ ছিল দীর্ঘদিনের।

তাই প্যাসেঞ্জার এবং রেলযাত্রীদের আবেদন ছিল আরেকটি ফুট ব্রিজেরসেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে দ্বিতীয় ফুট ব্রিজের কাজ শুরু হয় এবং এদিন মেদিনীপুরের দ্বিতীয় ফুট ব্রিজের উদ্বোধন হলো ঘটা করে উদ্বোধনী এসেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এছাড়া এসেছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়াএই ফুটব্রিজ এর উদ্বোধনের সময় সঙ্গে থাকা জুন মালিয়া এবং দিলীপ ঘোষের যখন ফুটওভার ব্রিজের উদ্বোধন করেছিলেন তখন বিজেপি ও তৃণমূল সমর্থক স্লোগান দিতে শুরু করেবিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রী রাম বলার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগানে ভরিয়ে তোলে তৃণমূল বিজেপির কর্মী-সমর্থকেরা নিজেদের মধ্যে জয় শ্রীরাম জয় বাংলা' স্লোগানে কেঁপে উঠল রেল এক পক্ষ যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে তখন অপরপক্ষ জয় বাংলা স্লোগান দিতে থাকেযদিও রেলের আধিকারিকরা দু'পক্ষকে কোনভাবেই শান্ত করার চেষ্টা করেননি বরং এই শ্লোগানে ফুটওভারব্রিজ পরিদর্শন করে তৃণমূলের মেদিনীপুর বিধায়ক জুন মালিয়া এবং বিজেপির মেদিনীপুর