127
thumb Captured By: শ্রীমন্ত বাগ
              • 20-03-2022   6:06 PM •      Captured By: শ্রীমন্ত বাগ   127

"১১টি সাবওয়ে ও সার্ভিস রোড সম্পন্ন করার দাবিতে"মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সাইকেল র‍্যালি মিছিল।

হুগলি:-শ্রীমন্ত বাগ:-আজ হুগলি জেলার হরিপাল ব্লক,সিঙ্গুর ব্লক,এবং চন্ডীতলা ব্লক,এর মোট ১১টি সাবওয়ে ও সার্ভিস রোড সম্পন্ন করার দাবিতে আজ সকাল থেকে রাজ্যে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে এক বিশাল সাইকেল র‍্যালি মিছিল শুরু হয়, সাইকেল র‍্যালি মিছিলটি হরিপালের কানগই মোড় থেকে শুরু হয়ে,ডানকুনির টোল প্লাজা পর্যন্ত শেষ হয়,এবং মন্ত্রী বেচারাম মান্না বলেন কেন্দ্রীয় সরকারের পরিবহণ দপ্তরের অধীনে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে,এই রাস্তার উপর বিভিন্ন স্থানে সাবওয়ে এবং সার্ভিস রোড করার দাবিতে স্থানীয় মানুষজন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন,কিন্তু কোনোরকম হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের,এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পরিবহন দপ্তরে চিঠি দিয়েও কোন রকম সুরাহা হয় নি,ছাড়াও আরো তিনি বলেন আমি নিজেমন্ত্রী হয়েও বারবার যোগাযোগ করেছি দিল্লির সঙ্গে,কিন্তু কোনো কথায় কেন্দ্রীয় সরকার শুনছে না,তারই প্রতিবাদে আজ সাইকেল র‍্যালি মিছিলের মাধ্যম দিয়ে বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে,এখানকার হাজার হাজার মানুষ আমার সঙ্গে সাইকেলে হরিপাল থেকে ডানকুনি পর্যন্ত যাচ্ছেন,এই রাস্তার উপর সাবওয়ে এবং সার্ভিস রোড না হওয়ায় প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে,ইতিমধ্য 1,500 জন মানুষ দূর্গাপুর এক্সপ্রেসওয় এর উপর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন,সাড়ে তিন হাজার গবাদিপশুর প্রাণ গেছে,তবুও কোনরকম হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের,যার জন্য আজকে আমরা এই বিশাল সাইকেল মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি,এবং আমাদের আশা হয়তো এবারে টনক নড়বে কেন্দ্রীয় সরকারের,কিন্তু যদি তা না হয়,তাহলে আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলনের পথে নামবো।